নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সকালবেলা সাধারণ দিনের মতোই খুলেছিল দোকান। কিন্তু মুহূর্তের মধ্যে চাঞ্চল্যে ভরে ওঠে বামনহাট অফিসপাড়া। আচমকা প্রায় চল্লিশজন যুবক ঢুকে পড়ে এক দোকানে, চলে মারধর আর লুঠপাট। অভিযোগের কেন্দ্রবিন্দুতে দোকানদার এরশাদ মিয়া। বর্তমানে এরশাদ মিয়া বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
সূত্রের খবর, শনিবার সকাল দশটা নাগাদ কোচবিহারের বামনহাট এলাকায় আচমকাই ছড়ায় উত্তেজনা। স্থানীয় এক দোকানদারকে মারধর ঘিরে পথ অবরোধে থমকে যায় যান চলাচল। অভিযোগ, এলাকার এক কিশোরীকে প্রতিনিয়ত কটুক্তি করত ওই দোকানদার। সেই ক্ষোভেই উত্তাল হয়ে দোকানদারকে আক্রমণ করে বামনহাট অফিসপাড়ার যুবকরা।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আক্রান্ত এরশাদ মিয়া বলেন, “এর আগেও আমার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আজ সকালে মেয়েটি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আমি ভদ্রভাবে ডেকে জিজ্ঞেস করি, কেন আমার নামে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। সে কোনো উত্তর না দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরেই প্রায় ৩০-৪০ জন যুবক এসে আমাকে মারতে শুরু করে।”
ঘটনার বিষয়ে বামনহাট বাজার কমিটির সম্পাদক সুব্রত সেন বলেন, “হঠাৎ খবর পাই, এক দোকানদারকে বাইরের কিছু ছেলে এসে মারছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। কিন্তু কারা মেরেছে, সেটা স্পষ্টভাবে কেউ বলতে পারেনি। কোনো দোকানদারের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, তবে তা বাজার কমিটির কাছে আনতে পারত। এভাবে প্রকাশ্যে হামলা করা মোটেই ঠিক হয়নি।”
ঘটনার খবর ছড়াতেই উত্তেজিত স্থানীয়রা রাস্তায় নেমে পথ অবরোধ শুরু করেন। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলার পর সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে গিয়ে ফের স্বাভাবিক হয় যান চলাচল।
মৃত্যুকে হারিয়ে শিল্পের রঙে বাঁচছেন ধনঞ্জয় মিশ্র
হুগলীর পোলবায় ভুয়ো পুলিশের হাতে তোলাবাজির চেষ্টা, ধরা দুই যুবক
মৃত্যুর পর যোগাযোগ নেই বিধায়কের, ন্যায়বিচারের দাবি পরিবারের
গ্যাস সরবরাহে অনিয়ম ও অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে উত্তাল পশ্চিম চন্ডিগড় এলাকা
অসাবধানতাবশত চার বছরের শিশুকন্যার গায়ে গরম জল ছুড়ে দেয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা
কলকাতায় ধরা পড়ল দুই বধূ
সমাজসেবার পাঠ নিতে থানায় হাজির ছোট্ট পড়ুয়ারা
রহস্যজনকভাবে বোলপুরে মৃত্যু হয় বছর ২৩ এর যুবক রোহিত সাউয়ের
মিড ডে মিলের চাল চুরির অপবাদে আত্মঘাতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মঙ্গলবার রাতে আসানসোলের সালানপুরে রাস্তার পাশে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের
ভোরে সেনা ঘেরাটোপে ইডি অভিযান, তীব্র চাঞ্চল্য হিন্দমোটরে
আট বছর ধরে দুর্দশা, হাঁটু জলে ডুবে শিশু সুরক্ষায় বিপত্তি
ত্রিকোণ প্রেমে রক্তাক্ত স্বামী, গ্রেফতার প্রেমিক
দুর্নীতি বিতর্কে তৃণমূলের বিস্ফোরক দাবি, পাল্টা কটাক্ষ বিজেপির
পুলিশি অভিযানে বস্তি উচ্ছেদ, চোখের জলে ভাসল স্বপ্ন
ব্যবসায়ী থেকে সমাজসেবক, অকালেই থেমে গেল সঞ্জয় রায়ের জীবনগাথা
ট্রাম্পকে কোণঠাসা করতে ভারত-চীন-রাশিয়ার বন্ধুত্ব মজবুত
মাদক পাচার রুখতে হামলা, দাবি ট্রাম্প প্রশাসনের
ট্রাম্পের শুল্কবাণে ভারত-আমেরিকার মধুর বন্ধুত্ব পরিণত হয়েছে শত্রুতায়
সেনা শিবির ও রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণ হয়