নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সকালবেলা সাধারণ দিনের মতোই খুলেছিল দোকান। কিন্তু মুহূর্তের মধ্যে চাঞ্চল্যে ভরে ওঠে বামনহাট অফিসপাড়া। আচমকা প্রায় চল্লিশজন যুবক ঢুকে পড়ে এক দোকানে, চলে মারধর আর লুঠপাট। অভিযোগের কেন্দ্রবিন্দুতে দোকানদার এরশাদ মিয়া। বর্তমানে এরশাদ মিয়া বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

সূত্রের খবর, শনিবার সকাল দশটা নাগাদ কোচবিহারের বামনহাট এলাকায় আচমকাই ছড়ায় উত্তেজনা। স্থানীয় এক দোকানদারকে মারধর ঘিরে পথ অবরোধে থমকে যায় যান চলাচল। অভিযোগ, এলাকার এক কিশোরীকে প্রতিনিয়ত কটুক্তি করত ওই দোকানদার। সেই ক্ষোভেই উত্তাল হয়ে দোকানদারকে আক্রমণ করে বামনহাট অফিসপাড়ার যুবকরা।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আক্রান্ত এরশাদ মিয়া বলেন, “এর আগেও আমার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আজ সকালে মেয়েটি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আমি ভদ্রভাবে ডেকে জিজ্ঞেস করি, কেন আমার নামে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। সে কোনো উত্তর না দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরেই প্রায় ৩০-৪০ জন যুবক এসে আমাকে মারতে শুরু করে।”
ঘটনার বিষয়ে বামনহাট বাজার কমিটির সম্পাদক সুব্রত সেন বলেন, “হঠাৎ খবর পাই, এক দোকানদারকে বাইরের কিছু ছেলে এসে মারছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। কিন্তু কারা মেরেছে, সেটা স্পষ্টভাবে কেউ বলতে পারেনি। কোনো দোকানদারের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, তবে তা বাজার কমিটির কাছে আনতে পারত। এভাবে প্রকাশ্যে হামলা করা মোটেই ঠিক হয়নি।”

ঘটনার খবর ছড়াতেই উত্তেজিত স্থানীয়রা রাস্তায় নেমে পথ অবরোধ শুরু করেন। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলার পর সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে গিয়ে ফের স্বাভাবিক হয় যান চলাচল।
শান্তনু ঠাকুরের মন্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গঙ্গাজলঘাটিতে বনবিভাগের অভিনব উদ্যোগ
কেন্দ্রীয় আধিকারিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের
৫৩ জনকেই গ্রেফতার করার দাবি বিরোধী দলনেতার
মর্মান্তিক ঘটনায় হাসপাতাল চত্বর জুড়ে হাহাকার পরিবারের
৩৫ নম্বর ওয়ার্ড জুড়ে ডেঙ্গুতে আক্রান্ত একাধিক, ক্ষোভের মুখে প্রশাসন
ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বোমাবাজির অভিযোগ অস্বীকার তৃণমূলের
জগদ্ধাত্রী পুজোযর বার্তা সামাজিক সচেতনতায়
বাংলায় পরিবর্তন আসছে, দিলীপ ঘোষের আত্মবিশ্বাসী মন্তব্য
ধৃতের কাছ থেকে ৩৫০ গ্রাম সোনা উদ্ধার করেছে পুলিশ
অভিযুক্ত অটো চালককে খুঁজছে পুলিশ
অভিযুক্ত শিক্ষককে কড়া শাস্তির দাবিতে সরব অভিভাবক
দিনে দিনে অশান্ত হয়ে উঠেছে পিওকে
প্রথম দফায় দোহায় শান্তিচুক্তি হয় পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে
ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য প্রাক্তন সিআইএ আধিকারিকের
দীর্ঘ দিন ধরে ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে টালমাটাল চলছে
পাকিস্তানের প্রেসিডেন্ট থাকাকালীন ডবল গেম খেলেছিলেন মুশারফ