নিজস্ব প্রতিনিধি , লাহোর - আগামী ৯ই সেপ্টেম্বর থকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। বেশ কয়েকদিন ধরেই অন্যান্য দলগুলির থেকেও বেশি টালবাহানা চলছিল পাকিস্তানকে নিয়ে। দলের দুই প্রধান খেলোয়াড় বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ছন্দ নিয়ে প্রশ্ন তোলেন পাক কর্তারা। তারা কি আদেও টি টোয়েন্টি এশিয়া কাপে থাকার যোগ্য? বিচার বিবেচনা করে এশিয়া কাপের দল থেকে বাবর রিজওয়ানকে শেষমেষ ছাঁটাই করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
দলের দুই মুখ্য ক্রিকেটার সাম্প্রতিককালে ধারাবাহিকভাবে হতাশ করেছে পাকিস্তানকে। ২০২৫ সালে পিএসএলে সাতটির মধ্যে তিনটি অর্ধ শতরান করলেও একদিনের সিরিজে একেবারেই ছন্দে ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে একটি শূন্য, একটি ৪৭ ও একটি ৯ রানের ইনিংস খেলেন। রিজওয়ান গত দুটি সিরিজে টি টোয়েন্টি দলে ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে প্রথমটিতে ৫৩ করলেও পরের দুটি ম্যাচে মুখ থুবড়ে পড়েন। দ্বিতীয় ম্যাচে ১৬ ও তৃতীয় ম্যাচে খাতা না খুলেই বাড়ি ফেরেন।
এমনকি লাগাতার খারাপ প্রদর্শনের জেরে বিসিসিআইয়ের লভ্যাংশের টাকা থেকেও বঞ্চিত হতে চলেছেন বাবর রিজওয়ানরা। বোর্ডের এক কর্তা বলেছেন, "এই বছর আইনি জটিলতার জেরে টাকা পেলেও পরের মরশুম থেকে আর এই লভ্যাংশ দেওয়া হবে না।" একের পর এক সিরিজে হারের পরেই কপালে ভাঁজ পরেছে বোর্ড কর্তাদের। তাই খেলোয়াড়ের থেকে দেশকেই এগিয়ে রাখছে তারা। খেতাব জয়ের উদ্দেশ্যে ছন্দহীন দুই ক্রিকেটারকে দল থেকে ছাঁটাই করে দিল পাক বোর্ড।
অন্যদিকে দলে যোগ দিতে চলেছেন ফখর জামান। হ্যামস্ট্রিং চোট সারিয়ে এশিয়া কাপের দলের অংশ হতে চলেছেন তিনি। ফখরের বিধ্বংসী ব্যাটিং থেকে বঞ্চিত হবে না। দলের হয়ে একাধিক টি টোয়েন্টি ম্যাচে গুরুত্বপুর্ণ ইনিংস খেলেছেন তিনি। তাই বাবর রিজওয়ানের দুঃসংবাদের পাশাপাশি ফখর জামানের সুস্থ হয়ে ওঠা দলের জন্য সুখবর।
এশিয়া কাপের উদ্দেশ্যে ১৭ সদস্যের পাকিস্তান দল -
সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, আবরার আহমেদ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি, হাসান নওয়াজ, হুসেইন তালাত, মহম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, খুশদিল শাহ, মহম্মদ ওয়াসিম, সাহেবজাদা ফরহান, সুফিয়ান মকিব, সালমান মির্জা, সায়িম আয়ুব।
তরুণদের জায়গা করে দিতে চেয়েছিলাম মন্তব্য পুজারার
দেশের জার্সিতে খেলার অপেক্ষা ফের বাড়ল অভিমন্যুর
সিন্ধুর পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৯, ২১-১৫
পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে ‘আরসিবি কেয়ার্স’ নামে নতুন উদ্যোগের কথাও ঘোষণা করল আরসিবি
যে দিন ভাল লাগবে না নিজেই খেলা ছেড়ে দেব মন্তব্য শামির
ক্রিকেটারদের ফিটনেসে জোর দেওয়ার উদ্দেশ্যে ব্রঙ্কো টেস্ট চালু করেছেন গম্ভীর
ম্যাচ শেষে করমর্দনের বদলে প্রতিপক্ষের বিরুদ্ধে রুচিহীন বক্তব্য পেশ করলেন এক মহিলা টেনিস তারকা
ম্যানচেস্টার ইউনাইটেড - ২ (১২)
গ্রিমসবি - ২ (১১)
এক সেট খুইয়েও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শেষমেষ ম্যাচ বের করে নেন জোকোভিচ
বৃহস্পতিবার বিশ্বের ২ নম্বর বাছাইয়ের মুখোমুখি সিন্ধু
বায়ার্ন মিউনিখ - ৩
ওয়াহেন ওয়াসবাডেন - ২
মোহনবাগান - ০
কাস্টমস - ১
মাত্র ৩৪ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শেফার্ড
আইপিএল থেকে অবসর নিলেও বিদেশের টি টোয়েন্টি লিগ খেলতে ইচ্ছুক ভারতীয় স্পিনার
ফিফার আদেশ অমান্য করলে নির্বাসিত হতেও পারে ফেডারেশন
আরও কড়াকড়ি হবে গ্রিন কার্ড
মেঘ ভাঙা বৃষ্টিতে বানভাসি অবস্থা পাঞ্জাবে
ফের পাকিস্তানকে সতর্কবার্তা ‘মানবিক’ ভারতের
ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার দাবি ট্রাম্পের
গাজার হাসপাতালে হামলায় শোকপ্রকাশ করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী