নিজস্ব প্রতিনিধি , মুম্বই - একের পর এক মৃত্যুতে বিষাদের ছায়া বলিউডে। দু'দিন আগেই প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ। এর কয়েক ঘণ্টার মধ্যেই ফের দুঃসংবাদ। প্রয়াত হয়েছেন 'জমতারা ২' খ্যাত তরুণ অভিনেতা সচিন চন্দওয়াড়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।
সূত্রের খবর , কোনও রোগজনিত কারণে নয় বরংআত্মঘাতী হয়েছেন সচিন। ২৩শে অক্টোবর অভিনেতার বাড়ির লোকেরা ফ্যান থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে তার গ্রাম উন্ডিরখেড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আরও খারাপ হতে শুরু করে। ফলে তাঁর পরিবার তাঁকে ধুলের একটি হাসপাতালে স্থানান্তরিত করে। ডাক্তারদের প্রচেষ্টা সত্ত্বেও, ২৪শে অক্টোবর রাত ১:৩০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সচিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এত কম বয়সে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন? নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র? বিষয়টি খতিয়ে দেখতে পারোলা পুলিশ একটি 'দুর্ঘটনাজনিত মৃত্যুর' মামলা দায়ের করেছে। তদন্ত চলছে। তার আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তাঁর পরিবার যদিও মৃত্যু সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
জলগাঁও জেলার বাসিন্দা শচীন দুটি ভিন্ন পেশার মধ্যে ভারসাম্য রাখতে যথেষ্ট সক্রিয় ছিলেন। অভিনয়ের পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। পুনের একটি আইটি পার্কে কাজ করছিলেন। একই সাথে অভিনয়ের প্রতি তার দীর্ঘদিনের আগ্রহকে অব্যাহত রেখেছিলেন।ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি মুগ্ধ ছিলেন সচিন।
উল্লেখ্য , শচীন জামতারা ২-তে তার কাজের জন্যও পরিচিতি পান। এটি নেটফ্লিক্সের একটি অপরাধমূলক নাটক, যা ভারতের ছোট শহরগুলিতে ফিশিং কেলেঙ্কারির উপর আলোকপাত করে। সিরিজটিতে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন। তার উপস্থিতি ভীষণই প্রশংসিত হয়েছে। সহকর্মীরা সচিনের মৃত্যুতে গভীরভাবে শোকস্তব্ধ।
২০২৩ সালে রেস্তোরাঁর সফর শুরু অভিনেত্রীর
বলিউডের অন্যতম সেরা ছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে
সমাজমাধ্যমের পোস্টে শাহরুখকে ট্যাগ করেছেন শশী
লন্ডনের সাংবাদিক বৈঠক থেকে এই খবর দিলেন পরিচালক
সম্প্রতি বহু টলিউড তারকা ট্রেনে চেপে সফর করেছেন
দীপাবলিতে কর্মচারীদের আরও কিছু দেওয়া উচিত ছিল বলে দাবি নেটিজেনদের
লাতিন গায়ককে স্বাগত জানাতে বিশেষ আয়োজন শাহরুখের
হঠাৎই শাহরুখকে নিশানা করায় ক্ষুব্ধ কিং খানের অনুরাগীরা
ভারতীয় ন্যায় সংহিতার অধীনে মামলা দায়ের পুলিশের
সতীশের অপূর্ণ ইচ্ছে প্রকাশ্যে আনলেন রাজেশ কুমার
রবিবার রাতে নিজের জন্মদিনের বেশকিছু ছবি ভাগ করে নিয়েছেন মালাইকা
নেটপাড়ায় ফের চর্চার কেন্দ্রবিন্দু ভাইজান
দক্ষিণ ভারতের মেয়ে হয়েও কখনও তামিল ছবিতে অভিনয় করেননি বিদ্যা
এক ছাদের তলায় কুণাল মিঠুনের আশা নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন ছবির টিম
শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা
মাত্র ৭ মিনিটের মধ্যে ল্যুভর মিউজিয়াম থেকে বহুমূল্য গয়না অলংকার গিয়েছে
ট্রাম্প-জিনপিংয়ের সাক্ষাতের আগেই ঠাণ্ডা লড়াইয়ের অবসান!
আসিয়ান সম্মেলনে ভার্চুয়াল পদ্ধতিতে ভাষণ দিয়েছেন মোদি
তীব্র নিন্দার ঝড় ব্রিটেনের রাজনৈতিক মহলে
তুরস্কে দ্বিতীয় দফায় চলছে শান্তিচুক্তি আলোচনা