নিজস্ব প্রতিনিধি , দুর্গাপুর - আর কিছুদিন বাদেই পর্দায় আছড়ে পড়বে রঘু ডাকাত। আগামী ২০ শেষ সেপ্টেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে মেগা ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। তার আগেই ছবির দলবল নিয়ে বং সফরে যাচ্ছেন দেব। মালদহ , উত্তরবঙ্গ , পুরুলিয়ার পর এবার দুর্গাপুর গেল ছবির টিম। ছবি নিয়ে এখন দর্শকদের উন্মাদনা তুঙ্গে। অনেকেই পুজোর দিনগুলোর মধ্যে ছবিটি দেখার পরিকল্পনা করেছেন। ছবি সহ দেবকে নিয়ে দর্শকদের উন্মাদনা যে ঠিক কতটা তা এদিন ফের নজর কেড়েছে।
ছবির প্রচার নয় , এদিন দুর্গাপুরের চতুরঙ্গ মাঠের আয়োজন দেখে মনে হল সেখানেই হয়ত ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। চারিদিকে আগুনের ফুলকি সহ দেবের হাতে পুষ্পস্তবক তুলে দিয়েই গোটা ছবির টিমকে স্বাগত জানান দুর্গাপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। দর্শকরা এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে প্রত্যেকটা মুহূর্ত তাদের গলার আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। দেব যতবারই কিছু বলবেন বলে মাইক ধরতে যান ঠিক তখনই অনুরাগীদের সীমাহীন ভালবাসা উপচে পরে।
দেবের সঙ্গে দুর্গাপুর প্রচারে উপস্থিত ছিলেন , নায়িকা ইধিকা পাল , সোহিনী সরকার , ধ্রুব ব্যানার্জি , অনির্বাণ ভট্টাচার্য , রূপা গাঙ্গুলি , ওম সাহানি , আলেক্স ও'নেল সহ দলের অন্যান্য সদস্যরা। পরিচালক ধ্রুব ব্যানার্জি , ছবি নিয়ে দর্শকদের হালকা আঁচ দেন। ছবির গল্প শুনে আরও বেশি পাগল হয়ে পড়েন দর্শকরা। দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে এদিন অনুরাগীদের ঢল নামে। সঞ্চালক একে একে ছবির সকলকে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতেই দেব বলেন, "রঘু ডাকাত কেবল একটি ছবি নয় , বাংলার একটি গৌরবময় অধ্যায়।" প্রমোশনের পর ছবির কিছু ঝলক সহ গান তুলে ধরা হয় দর্শকদের সামনে। এছাড়াও দেবের অতীতের ছবির কিছু গানের ঝলকও দেখা যায়। পুজোর প্রাক্কালে এই ঘরের সামনে দেবকে এতটা কাছ থেকে দেখায় যেন উৎসবমুখর পরিবেশ তৈরি হয় দুর্গাপুরে। দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে এখন প্রত্যাশা তুঙ্গে।
দুর্গাপুরবাসীর উদ্দেশ্যে দেব বলেছেন, " খাদান থেকে যখন বেঙ্গল সফর শুরু করি তখন প্রথম দুর্গাপুর আসি। আমি তখনই বলেছিলাম নতুন ছবি নিয়ে বারবার আমি দুর্গাপুর আসব। দর্শকদের মধ্যে আমি অনেক ভাল প্রতিক্রিয়া পেয়েছি। তাই আজকে আবার এখানে।আমার মনে হয় এই বেঙ্গল ট্যুরের মাধ্যমে দুই পক্ষের যে ভালবাসা তৈরি হয়েছে তা এখন চরম শিখরে পৌঁছে গেছে।"
অভিনেতা যোগ করেন , “অনির্বাণ বলেছিল ছবি বানালে হয় না , দর্শকদের মধ্যে পৌঁছে দিতে হয়। খুবই সঠিক একটা তথ্য আমায় দিয়েছে। আমরা ছবির পিছনে খাটার পর এবার আপনাদের জন্য ভালবাসা নিয়ে এসেছি। তাই আমি বলব আপনারা এই ছবিকে অনেক ভালবাসা দেবেন। ছবিটি গিয়ে দেখুন। আপনাদের সকলের ভাল লাগবে এই আশায় রইলাম।”
এই নিয়ে আগেই জবাব দিয়েছেন কিং খান
সোশ্যাল মিডিয়ায় গুলি চালানোর ভিডিও ভাইরাল
একসময় দীর্ঘদিন কাশ্মীরে কাটিয়েছেন অভিনেতা
১৫ ই অক্টোবর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা পঙ্কজ ধীর
বিয়ের দেড় বছরের মাথায় সুখবরের আশায় অনুরাগীরা
অঞ্জলীর এই নতুন অবতার সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে
মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫১ বছর
মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭ বছর
মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৮ বছর
সেপ্টেম্বরেই সন্তান আগমনের সুখবর দেন তারকা দম্পতি
গোপনীয়তা বজায় রাখার দাবিতে আদালতের দ্বারস্থ দুই তারকা
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে দেখা করেন সঙ্গীতশিল্পী
চলতি বছরের গোড়ার দিকেই তামান্নার সং সম্পর্ক ছিন্ন করেছেন বিজয়
খবর প্রকাশ্যে আসার পর থেকেই মন ভেঙেছে শ্রোতাদের
জীবন সংগ্রামের কথা বলতে গিয়েই শাহরুখকে টেনে আনলেন কঙ্গনা
গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
আগামী ১৯ অক্টোবর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ
রুশ তেল কেনা নিয়ে জল্পনার মাঝে ফের বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্টের দাবিতে তুঙ্গে বিতর্ক
সংঘর্ষটি মূলত আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের বোলদাক এবং পাকিস্তানের চমা...