নিজস্ব প্রতিনিধি , দুর্গাপুর - আর কিছুদিন বাদেই পর্দায় আছড়ে পড়বে রঘু ডাকাত। আগামী ২০ শেষ সেপ্টেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে মেগা ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। তার আগেই ছবির দলবল নিয়ে বং সফরে যাচ্ছেন দেব। মালদহ , উত্তরবঙ্গ , পুরুলিয়ার পর এবার দুর্গাপুর গেল ছবির টিম। ছবি নিয়ে এখন দর্শকদের উন্মাদনা তুঙ্গে। অনেকেই পুজোর দিনগুলোর মধ্যে ছবিটি দেখার পরিকল্পনা করেছেন। ছবি সহ দেবকে নিয়ে দর্শকদের উন্মাদনা যে ঠিক কতটা তা এদিন ফের নজর কেড়েছে।

ছবির প্রচার নয় , এদিন দুর্গাপুরের চতুরঙ্গ মাঠের আয়োজন দেখে মনে হল সেখানেই হয়ত ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। চারিদিকে আগুনের ফুলকি সহ দেবের হাতে পুষ্পস্তবক তুলে দিয়েই গোটা ছবির টিমকে স্বাগত জানান দুর্গাপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। দর্শকরা এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে প্রত্যেকটা মুহূর্ত তাদের গলার আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। দেব যতবারই কিছু বলবেন বলে মাইক ধরতে যান ঠিক তখনই অনুরাগীদের সীমাহীন ভালবাসা উপচে পরে।

দেবের সঙ্গে দুর্গাপুর প্রচারে উপস্থিত ছিলেন , নায়িকা ইধিকা পাল , সোহিনী সরকার , ধ্রুব ব্যানার্জি , অনির্বাণ ভট্টাচার্য , রূপা গাঙ্গুলি , ওম সাহানি , আলেক্স ও'নেল সহ দলের অন্যান্য সদস্যরা। পরিচালক ধ্রুব ব্যানার্জি , ছবি নিয়ে দর্শকদের হালকা আঁচ দেন। ছবির গল্প শুনে আরও বেশি পাগল হয়ে পড়েন দর্শকরা। দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে এদিন অনুরাগীদের ঢল নামে। সঞ্চালক একে একে ছবির সকলকে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানের শুরুতেই দেব বলেন, "রঘু ডাকাত কেবল একটি ছবি নয় , বাংলার একটি গৌরবময় অধ্যায়।" প্রমোশনের পর ছবির কিছু ঝলক সহ গান তুলে ধরা হয় দর্শকদের সামনে। এছাড়াও দেবের অতীতের ছবির কিছু গানের ঝলকও দেখা যায়। পুজোর প্রাক্কালে এই ঘরের সামনে দেবকে এতটা কাছ থেকে দেখায় যেন উৎসবমুখর পরিবেশ তৈরি হয় দুর্গাপুরে। দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে এখন প্রত্যাশা তুঙ্গে।
দুর্গাপুরবাসীর উদ্দেশ্যে দেব বলেছেন, " খাদান থেকে যখন বেঙ্গল সফর শুরু করি তখন প্রথম দুর্গাপুর আসি। আমি তখনই বলেছিলাম নতুন ছবি নিয়ে বারবার আমি দুর্গাপুর আসব। দর্শকদের মধ্যে আমি অনেক ভাল প্রতিক্রিয়া পেয়েছি। তাই আজকে আবার এখানে।আমার মনে হয় এই বেঙ্গল ট্যুরের মাধ্যমে দুই পক্ষের যে ভালবাসা তৈরি হয়েছে তা এখন চরম শিখরে পৌঁছে গেছে।"

অভিনেতা যোগ করেন , “অনির্বাণ বলেছিল ছবি বানালে হয় না , দর্শকদের মধ্যে পৌঁছে দিতে হয়। খুবই সঠিক একটা তথ্য আমায় দিয়েছে। আমরা ছবির পিছনে খাটার পর এবার আপনাদের জন্য ভালবাসা নিয়ে এসেছি। তাই আমি বলব আপনারা এই ছবিকে অনেক ভালবাসা দেবেন। ছবিটি গিয়ে দেখুন। আপনাদের সকলের ভাল লাগবে এই আশায় রইলাম।”
হানি সিংয়ের কনসার্টে লাইভে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক
ঝলমলে লুক ঘিরে শুরু হয়েছে প্রশংসার বন্যা
পূর্ণাঙ্গ অ্যালবাম নয় বলে অনেক অনুরাগী হতাশা প্রকাশ করেছেন
পরিণীতার পর ফের জুটি বাঁধছেন রাজ শুভশ্রী
প্রেমের মাস ফেব্রুয়ারি মাস তার মধ্যেই প্রাক্তন স্ত্রী সঙ্গে প্রেমে কী মজেছেন চাহাল
করণ আউজলার বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ ঘিরে বিতর্কের মাঝেই স্বামীর পাশে দাঁড়ালেন স্ত্রী পালক
তাঁর এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে
বিছানায় পিৎজা খাইয়ে দিচ্ছেন নিক প্রেমে মগ্ন প্রিয়াঙ্কা
সম্প্রতি একটি ব্যক্তিগত পার্টি মিউজিক ইভেন্টে দিশা ও তালবিন্দরকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়
PR-এর কৃত্রিম প্রচারে বিরক্তি প্রকাশ করলেন তাপসী পান্নু
কমিশনের দাবি ওই দৃশ্য সমাজে নেতিবাচক বার্তা দিতে পারে নারীদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে
পাঞ্জাবের ঐতিহ্যবাহী লোহরির তাৎপর্য তুলে ধরলেন হারনাজ সান্ধু
ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই বিয়ের পিঁড়িতে গব্বর
পাহাড়ি প্রকৃতি ঠান্ডা হাওয়া আর উত্তরবঙ্গের সৌন্দর্য উপভোগে মেতেছেন জনপ্রিয় দুই তারকা
ইয়ামি গৌতমের সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে পূর্ণ সমর্থন জানালেন আদিত্য ধর
ইরানে ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রায় ১০ হাজার
অস্থির পরিস্থিতির মাঝে ট্রাম্প হুঙ্কার
নজিরবিহীন সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের
অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে চরমে ইরান এবং আমেরিকার সংঘাত
যাত্রীদের জন্য অ্যাডভাইজরি জারি বিমান সংস্থাগুলির