68c3cf2cea53c_WhatsApp Image 2025-09-12 at 12.40.05 AM (1)
সেপ্টেম্বর ১২, ২০২৫ দুপুর ০২:১৩ IST

ভূমি থেকেই জাগে শক্তি , তারাপীঠ সহ কামাখ্যার আধ্যাত্মিক কাহিনি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভারতের ধর্মীয় সাংস্কৃতিক ইতিহাসে তন্ত্র সাধনার এক বিশেষ স্থান রয়েছে। পুরাণ সহ শাস্ত্রমতে , ভৌগোলিক অবস্থান বা ভূমির প্রকৃতি সাধনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষত ঢিবির মতো উঁচু জমি তন্ত্র সাধনার জন্য শুভ ও উপযোগী বলে মনে করা হয়। এর পেছনে রয়েছে প্রাচীন আধ্যাত্মিক বিশ্বাস। উঁচু ভূমি দেবশক্তি ধারণ ও বিকিরণে অধিক সক্ষম। এই কারণেই বাংলার বীরভূম জেলার তারাপীঠ , এমনকি অসমের কামাখ্যা মন্দির তন্ত্র সাধনার প্রধান কেন্দ্র হিসেবে আজও সমানভাবে বিখ্যাত।

তারাপীঠের মাহাত্ম্য
তারাপীঠ কেবল একটি শক্তিধাম নয়। বরং ভারতের অন্যতম তন্ত্রকেন্দ্র। এখানে দেবী ত্রিপুরা সুন্দরীর এক রূপ , মা তারা পূজিত হন। পুরাণে উল্লেখ আছে , দেবীর শক্তি এখানে বিশেষভাবে সক্রিয়। মন্দিরের পাশের মহাশ্মশানে এখনও সাধকরা রাত্রিবেলা তন্ত্র সাধনা করেন। অসংখ্য তান্ত্রিক ও সাধক বিশ্বাস করেন , তারাপীঠের ভূমি সংগঠন সহ শ্মশান পরিবেশই তন্ত্র সাধনার অনুকূল ক্ষেত্র তৈরি করেছে।

তারাপীঠ মন্দির

কামাখ্যার রহস্যময়তা
অসমের গৌহাটির নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দিরও সমানভাবে তান্ত্রিক সাধনার কেন্দ্র। এখানে দেবীর ‘যোনি পীঠ’ বিদ্যমান বলে বিশ্বাস। মন্দিরটি উঁচু পাহাড়ি ঢিবির ওপর অবস্থিত। প্রতি বছর ‘অম্বুবাচী মেলা’র সময় হাজার হাজার সাধক , ভক্ত এখানে সমবেত হন। শাস্ত্রমতে , এই ভূমির আধ্যাত্মিক শক্তিই কামাখ্যাকে তান্ত্রিক সাধনার অদ্বিতীয় স্থান করেছে।

ভূমির প্রভাব
তান্ত্রিকদের মতে , সমতল ভূমির তুলনায় ঢিবি বা উঁচু জায়গায় মহাজাগতিক শক্তি সহজে প্রবাহিত হয়। সেই কারণেই তন্ত্র সাধনার জন্য এই ধরনের জায়গা বেছে নেওয়া হয়েছে। তারাপীঠ সহ কামাখ্যা , দুটি স্থানই এই ভৌগোলিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ।

ভূমির  বৈশিষ্ট্য
ঢিবির মতো উঁচু জমিকে তন্ত্র সাধনার জন্য শুভ বলে মনে করা হয়। প্রাচীন বিশ্বাস , এ ধরনের ভূমি মহাজাগতিক শক্তি ধারণে বেশি উপযোগী। উঁচু জমিতে নীরবতা , নির্জনতা সহ ধ্যানের পরিবেশ সহজে তৈরি হয়।

তান্ত্রিক দর্শনের দৃষ্টিভঙ্গি
সাধনার জন্য নির্জনতা , শক্তিক্ষেত্র এমনকি ভূমির স্পন্দন জরুরি। ঢিবির জমি , পাহাড়ি ভূমি বা শ্মশানভূমি এজন্য বেশি উপযোগী। বিশ্বাস করা হয় , এ ধরনের ভূমি সহজে "কুণ্ডলিনী শক্তি" জাগ্রত করতে সাহায্য করে।

কামাখ্যা মন্দির

সংস্কৃতিক গুরুত্ব 
তারাপীঠ ও কামাখ্যা কেবল ধর্মীয় ক্ষেত্র নয় , লোককাহিনি , পুরাণ , লোকবিশ্বাস সহ আধ্যাত্মিক চর্চার কেন্দ্র। প্রতিবছর দেশ বিদেশ থেকে লক্ষাধিক ভক্ত আসেন। এই স্থান দুটি ভারতের পর্যটন সহ ধর্মীয় সংস্কৃতিতে বিশেষ জায়গা দখল করে আছে।

বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি
গবেষকদের মতে , উঁচু জমি মানসিক স্থিরতা সহ ধ্যানের উপযোগী পরিবেশ তৈরি করে। পাহাড়ি বা ঢিবির জায়গায় প্রাকৃতিক শক্তি যেমন বাতাস , সূর্যালোক , চৌম্বক ক্ষেত্র , শরীর সহ মনের ওপর বিশেষ প্রভাব ফেলে।

আজও ভক্ত সহ গবেষকরা মনে করেন , এই শক্তিধামগুলি শুধু আধ্যাত্মিক সাধনার ক্ষেত্র নয়। ভারতের প্রাচীন ধর্মীয় - সংস্কৃতির বৈচিত্র্যের এক অমূল্য নিদর্শন। ফলে স্পষ্ট , ঢিবির মতো জমি শুধু ভৌগোলিক নয় , আধ্যাত্মিক গুরুত্বও বহন করে। আর সেই কারণেই তারাপীঠ সহ কামাখ্যা যুগ যুগ ধরে তন্ত্র সাধনার কেন্দ্রস্থল হয়ে রয়েছে।

TV 19 Network NEWS FEED

‘সান্ত্বনা’ পুরস্কার! ইজরায়েলের সর্বোচ্চ অসামরিক সম্মানে সম্মানিত ট্রাম্প

‘সান্ত্বনা’ পুরস্কার! ইজরায়েলের সর্বোচ্চ অসামরিক স...

ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ

গৃহযুদ্ধে জ্বলছে পাকিস্তান! সরকারবিরোধী বিক্ষোভ, ‘নিষ্ঠুর’ পুলিশের গুলিতে মৃত ১৩

গৃহযুদ্ধে জ্বলছে পাকিস্তান! সরকারবিরোধী বিক্ষোভ, ‘...

বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন

মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ আফ্রিকায়, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত ৪২

মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ আফ্রিকায়, নিয়ন্ত্রণ হার...

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের