6911adaea991e_Sukanya-Samriddhi-Yojana-Calculator
নভেম্বর ১০, ২০২৫ দুপুর ০৪:০৫ IST

সুকন্যা সমৃদ্ধি যোজনা কী , এতে কিভাবে লাভ পাওয়া যায়

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) হলো ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সঞ্চয়মূলক প্রকল্প, যা মূলত কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পটি ২০১৫ সালে “বেটি বচাও, বেটি পড়াও” অভিযানের অংশ হিসেবে শুরু হয়। এর মূল উদ্দেশ্য হলো—অভিভাবকদের তাঁদের কন্যা সন্তানের শিক্ষা ও বিবাহের খরচের জন্য সঞ্চয় করতে উৎসাহিত করা, যাতে ভবিষ্যতে অর্থের অভাবে মেয়ের কোনো স্বপ্ন অপূর্ণ না থাকে।

অ্যাকাউন্ট খোলার নিয়ম - সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কন্যা সন্তানের জন্মের পর থেকে ১০ বছর বয়সের মধ্যে খোলা যায়। বাবা-মা বা আইনগত অভিভাবক মেয়ের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। একটি পরিবারে সর্বাধিক দুই কন্যার জন্য আলাদা দুটি অ্যাকাউন্ট খোলা যায় (যদি যমজ বা তিন কন্যা হয় তবে বিশেষ ছাড় পাওয়া যায়)।

এই অ্যাকাউন্ট পোস্ট অফিস বা অনুমোদিত সরকারি ব্যাংকে খোলা যায়। ন্যূনতম জমার পরিমাণ বছরে ₹২৫০ এবং সর্বাধিক ₹১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়।

সঞ্চয়ের মেয়াদ ও সুদের হার - অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ২১ বছর পর্যন্ত এটি চালু থাকে। তবে কন্যা ১৮ বছর পূর্ণ হলে এবং তার উচ্চশিক্ষা বা বিবাহের প্রয়োজনে আংশিক অর্থ তোলা যায়। জমা রাখা যায় প্রথম ১৫ বছর পর্যন্ত, তারপরেও অ্যাকাউন্টে সুদ যোগ হতে থাকে।

সরকার প্রতি তিন মাস অন্তর সুদের হার নির্ধারণ করে। বর্তমানে এই প্রকল্পে প্রায়  ৮% বা তার বেশি বার্ষিক সুদ দেওয়া হয়, যা অন্যান্য ছোট সঞ্চয় প্রকল্পের তুলনায় বেশি লাভজনক।

কর ছাড়ের সুবিধা - এই যোজনায় বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০C ধারার আওতায় বছরে সর্বোচ্চ ₹১.৫ লক্ষ পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। তাছাড়া, এই অ্যাকাউন্ট থেকে যে সুদ মেলে বা মেয়াদ শেষে যে পরিমাণ টাকা পাওয়া যায়—তা সম্পূর্ণ করমুক্ত। অর্থাৎ এটি একটি EEE” (Exempt-Exempt-Exempt) সুবিধাযুক্ত স্কিম, যা বিনিয়োগকারীর জন্য বিশেষভাবে লাভজনক।

কন্যা ১৮ বছর বয়সে পৌঁছালে বা দশম/দ্বাদশ শ্রেণির পর উচ্চশিক্ষায় ভর্তি হলে, তার শিক্ষার খরচের জন্য অ্যাকাউন্টের মোট টাকার ৫০% পর্যন্ত তোলা যায়। বাকি টাকা ২১ বছর পূর্ণ হলে বা মেয়ের বিবাহের পর সম্পূর্ণভাবে তোলা যায়।

লাভের দিকগুলো - 

১.  উচ্চ সুদ: এই স্কিমে সরকারের নির্ধারিত সর্বোচ্চ সুদের হার পাওয়া যায়।
২.  করমুক্তি: বিনিয়োগ, সুদ ও মেয়াদোত্তীর্ণ অর্থ—সবই করমুক্ত।
৩.  নিরাপদ বিনিয়োগ: এটি একটি সরকারি প্রকল্প, তাই বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ।
৪.  কন্যার ভবিষ্যৎ সুরক্ষা:  মেয়ের শিক্ষা ও বিবাহের জন্য অর্থের নিশ্চয়তা তৈরি হয়।
৫.  নিয়মিত সঞ্চয়ের অভ্যাস:  প্রতি বছর সামান্য অঙ্ক জমা রাখার মাধ্যমে দীর্ঘমেয়াদে বড় অঙ্কের তহবিল গড়ে ওঠে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো একটি চমৎকার দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প, যা শুধু অর্থনৈতিক নয়, সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি অভিভাবকদের তাদের কন্যার ভবিষ্যৎ পরিকল্পনা করতে সাহায্য করে এবং সমাজে কন্যা সন্তানের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। তাই মেয়ের নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই যোজনা এক অত্যন্ত কার্যকর পদক্ষেপ বলা যায়।

আরও পড়ুন

জিলিপির প্যাঁচে প্যাঁচে লুকিয়ে আছে নানা গল্প
নভেম্বর ২৭, ২০২৫

মধ্যপ্রাচ্যে রমজান মাসে খেজুরের পাশাপাশি জালাবিয়া এখনও ইফতারের অন্যতম অঙ্গ

তামার পাত্রে জল: প্রাচীন বিশ্বাস নাকি সত্যিই স্বাস্থ্যকর?
নভেম্বর ২৩, ২০২৫

চলুন সংক্ষেপে বিষয়টি জেনে নেওয়া যাক

অনির্দিষ্টকালের জন্য গতি পরিবর্তন উত্তরে হওয়ার , অকাল বৃষ্টিতে ভাসবে রাজ্য
নভেম্বর ২২, ২০২৫

অকাল বৃষ্টিতে ভাসবে রাজ্য

কলকাতা থেকে ৪ ঘণ্টার দুরত্বে রয়েছে এক মনোমুগ্ধকর স্থান
নভেম্বর ২২, ২০২৫

দুই দিনের ছুটি নিয়ে ঘুরে আসা যায় বড়ন্তি থেকে

বিশ্বে সবচেয়ে বেশি ভূমিকম্প কোথায় হয়? আপনার বাড়ি ভূমিকম্পপ্রবন অঞ্চলে নয় তো!
নভেম্বর ২১, ২০২৫

ভারতকে ভূমিকম্প ঝুঁকির ভিত্তিতে তিনটি জোনে ভাগ করা হয়েছে

কলকাতার ভূমিকম্প ইতিহাস , তিন শতকের কম্পনে কাঁপা এক মহানগর
নভেম্বর ২১, ২০২৫

কলকাতা ভূমিকম্প-জোন ৩–এ থাকায় এটি চরম ঝুঁকিপূর্ণ না হলেও পুরোপুরি নিরাপদও নয়

TV 19 Network NEWS FEED