68ce4daa1bc28_WhatsApp Image 2025-09-19 at 11.37.54 PM
সেপ্টেম্বর ২০, ২০২৫ দুপুর ০২:৩৮ IST

নিশীথে নেমে আসা ছায়ামানব , রহস্যে মোড়া ওডিয়ান সম্প্রদায়ের অজানা কাহিনী

নিজস্ব প্রতিনিধি , কেরল - বিশ্বের বিভিন্ন অঞ্চলে , বিভিন্ন সময়কালে , এমন সব গোপন সম্প্রদায়ের উত্থান ঘটেছে যাদের অস্তিত্ব আজও ইতিহাসের ধোঁয়াশায় মোড়ানো। যেমন জাপানের নিনজা , মধ্যপ্রাচ্যের হাশাশিন , কিংবা ইউরোপের ফ্রিম্যাসনরা। এদের মতোই ভারতের দক্ষিণ - পশ্চিমাঞ্চল , বিশেষ করে কেরলের মালাবার উপকূলে একসময় ছিল এক রহস্যময় উপজাতি বা গোষ্ঠী। যাদের বলা হতো "ওডিয়ান" (Odiyan)।

ওডিয়ানরা ছিল এমন এক গোপন গোষ্ঠী , যাদের ঘিরে রয়েছে অসংখ্য কিংবদন্তি , আতঙ্ক , শ্রুতি সহ সংস্কার। তারা নাকি ছায়ার মধ্যে চলত , পশুর রূপ ধারণ করত , আর ছিল এমন অলৌকিক গতি সহ শক্তির অধিকারী , যা তাদের সাধারণ মানুষ থেকে আলাদা করে তুলত। তাদের নিয়ে শুধু কল্পনা নয় বরং লোকজ বিশ্বাস সহ সংস্কৃতিতেও রয়েছে গভীর প্রভাব।

ওডিয়ানদের উৎপত্তি ও পরিচয়
"ওডিয়ান" শব্দটির উৎপত্তি হয়েছে মালয়ালম শব্দ ''ওডিয়ন'' থেকে , যার মূল অর্থ — "ছায়ার মতো চলাফেরা করা ব্যক্তি"। মূলত কেরলের উত্তরাঞ্চল বিশেষ করে মালাবার , পালাক্কড় , কোঝিকোড় , ও ওয়ায়ানাড জেলার লোককথা সহ লোকসংস্কৃতিতে ওডিয়ানদের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়।

তবে ওডিয়ানরা ছিল কোনও নির্দিষ্ট জাতি বা গোত্র নয়। বরং তারা ছিল একধরনের "সিক্রেট ক্ল্যান" বা গোপন গোষ্ঠী , যারা বিশেষ তান্ত্রিক বিদ্যা , ছদ্মবেশ ও মানসিক প্রভাব বিস্তারে পারদর্শী ছিল। তাদের বেশিরভাগই ছিল দরিদ্র শ্রেণির। যারা ধনী জমিদার বা রাজনৈতিক প্রতিপক্ষের হয়ে ভাড়াটে গুপ্তঘাতক হিসেবে কাজ করত।

ওডিয়ানদের বিদ্যা
ওডিয়ানদের অলৌকিক ক্ষমতার পেছনে যে বিদ্যার কথা বলা হয় , সেটিকে বলা হয় "ওডি বিদ্যা"। এটি এক প্রাচীন তান্ত্রিক বিদ্যার রূপ , যা বিশেষত রাতের অন্ধকারে ব্যবহারযোগ্য। এই বিদ্যার সাহায্যে ওডিয়ানরা দাবি করত —
যাতে নিজের রূপ পরিবর্তন করতে পারে পশুতে (যেমন: ষাঁড়, কুকুর, শূকর)। নিজের শরীরকে অদৃশ্য বা অস্বাভাবিক গতিতে চালাতে পারে। মানুষের মনে ভয় ঢুকিয়ে মানসিক দুর্বলতা তৈরি করতে পারে। শত্রুদের আক্রমণ বা হত্যা করতে পারে এমনভাবে , যেন মনে হয় দুর্ঘটনা।
বিশ্বাস অনুযায়ী, এই বিদ্যা অর্জনের জন্য সাধককে দীর্ঘদিন ধরে শ্মশানে তপস্যা , রাত্রিকালীন ব্রত , এবং মানসিক ও শারীরিক কঠোরতা অনুশীলন করতে হতো।

ওডিয়ান সম্প্রদায়

অলৌকিক গতি ও শক্তির রহস্য
ওডিয়ানদের সবচেয়ে আলোচিত উপাদানগুলোর একটি হলো তাদের তৈরি "ওডি তেল"— যা তারা একটি নির্দিষ্ট গাছের মূল , পাতা এবং পশুর চর্বি দিয়ে তৈরি করত বলে লোকমুখে প্রচলিত। বলা হয় , এই তেল শরীরে মাখলে — শরীর অতিপ্রাকৃতভাবে হালকা হয়ে যেত। গতি হয়ে যেত ঘোড়া বা বাঘের মতো দ্রুত। তারা সহজেই বাড়ির ছাদ , গাছ , দেয়াল ডিঙিয়ে চলতে পারত। এমনকি তেল ছাড়া তারা চলাফেরা করত না। কারণ এতে ছিল তাদের আত্মবিশ্বাস ও শক্তির উৎস।এই ওডি তেল ঘিরে এতই ভয় ছিল যে , রাতে কেউ পথে একা চলতে সাহস করত না।

ওডিয়ানদের দৈনন্দিন জীবন ও কাজ
ওডিয়ানরা দিনে সাধারণ মানুষ যেমন - কৃষক।, কাঠুরে , শ্রমিক বা কামার হিসেবে পরিচিত থাকলেও , রাত হলেই তারা হয়ে উঠত এক ভয়ঙ্কর ছায়ামানব। তাদের প্রধান কাজ ছিল - ধনী ব্যক্তির আদেশে প্রতিপক্ষকে হত্যা বা ভয় দেখানো। জমি দখলের জন্য গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের হয়ে ভাড়াটে গুপ্তঘাতক হওয়া।সামাজিক বিভেদ , শত্রুতার প্রতিশোধ , কিংবা মন্ত্রতান্ত্রিক প্রভাব বিস্তার ইত্যাদিতে নিয়োজিত থাকা। তবে সবাই যে খুনি ছিল তা নয়। অনেকে শুধু ভয় দেখিয়ে কাজ হাসিল করত। যা অনেক সময়ই শারীরিক আঘাতের থেকে বেশি ভয়ঙ্কর ছিল।

রাতে ওডিয়ানদের অভিযান
রাত্রিকালই ছিল ওডিয়ানদের সময়। তারা সাধারণত চাঁদের অমাবস্যা বা কৃষ্ণপক্ষের রাতে বের হতো। কারণ এসময় ছিল গভীর অন্ধকার , এবং তাদের গতি , রূপান্তর ও ভয় প্রদর্শনের কৌশল সবচেয়ে কার্যকর হতো। ওডিয়ানরা ছায়ায় চলতে পারত , জোরে হাঁপাতে পারত না , এবং এমনভাবে চলত যেন পাতাও নড়ত না। অনেকে বিশ্বাস করত , তারা জাদুবলে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে পারত।

মনস্তাত্ত্বিক যুদ্ধ ও ভয়ভীতি
ওডিয়ানরা শুধুই শারীরিক আক্রমণ করত না , তারা মানুষকে মানসিকভাবেও ভেঙে দিত। তাদের উপস্থিতি বা পদচারণার শব্দ শুনেই অনেকে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ত। ওডিয়ানদের কাজই ছিল - ভয়ভীতি ছড়ানো। মানসিকভাবে শত্রুকে দুর্বল করে তোলা। এমন পরিবেশ তৈরি করা , যাতে ভয়ে শত্রু আত্মসমর্পণ করে। তারা জানত কাকে কতটা ভয় দেখাতে হবে , কবে সরাসরি আক্রমণ , আর কবে শুধু উপস্থিতি দিয়েই জয় লাভ করা যায়।

 ওডিয়ানদের অত্যাচার

বিশ্বাস না বাস্তবতা?
সমসাময়িক গবেষকেরা অনেকেই মনে করেন , ওডিয়ানরা অলৌকিক ছিল না। বরং একধরনের প্রাক - আধুনিক গুপ্তচর সহ মনস্তাত্ত্বিক যোদ্ধা ছিল। তাদের ছদ্মবেশ , গতি , নিশাচর স্বভাব , ভয় সৃষ্টির দক্ষতা এবং তান্ত্রিক ভৌতিক পরিবেশ তৈরি করার ক্ষমতা এতটাই ছিল যে সাধারণ মানুষ তাদের অলৌকিক মনে করত। তবে এটা ঠিক , বহু ক্ষেত্রে তাদের কার্যকলাপ ভয়াবহ ও নৃশংস ছিল।

জনপ্রিয় সংস্কৃতিতে ওডিয়ান
২০১৮ সালে মালায়ালম ভাষায় নির্মিত হয় ব্লকবাস্টার সিনেমা “Odiyan”, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন সুপারস্টার মোহনলাল। এই চলচ্চিত্রটি ওডিয়ানদের কিংবদন্তিকে আধুনিক সিনেমার মাধ্যমে তুলে ধরে। এমনকি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে এই রহস্যময় সম্প্রদায়কে। এছাড়াও , কেরালার লোকসাহিত্য , গল্প, নাটক , সহ লোকসংগীতেও ওডিয়ানদের উপস্থিতি পাওয়া যায়।

ওডিয়ানরা ইতিহাসের ধূসর এলাকায় বাস করা এমন এক সম্প্রদায় , যাদের অস্তিত্বের উপর যেমন ভয় মিশে আছে , তেমনি রয়েছে বিস্ময়। তারা হয়তো ছিল বাস্তব , আবার হয়তো কেবলই সমাজের গভীর মানসিক ভয়ের প্রতিফলন। তবে এতটুকু সত্য — ভারতবর্ষের গোপন ইতিহাসে , ওডিয়ানরা এক অনন্য ও গুরুত্বপূর্ণ চরিত্র। "সব যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না। কিছু যুদ্ধ হয় ছায়া, ভয়, আর নিঃশব্দ উপস্থিতিতে।" — এটাই ছিল ওডিয়ানদের দর্শন।

TV 19 Network NEWS FEED

‘সান্ত্বনা’ পুরস্কার! ইজরায়েলের সর্বোচ্চ অসামরিক সম্মানে সম্মানিত ট্রাম্প

‘সান্ত্বনা’ পুরস্কার! ইজরায়েলের সর্বোচ্চ অসামরিক স...

ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ

গৃহযুদ্ধে জ্বলছে পাকিস্তান! সরকারবিরোধী বিক্ষোভ, ‘নিষ্ঠুর’ পুলিশের গুলিতে মৃত ১৩

গৃহযুদ্ধে জ্বলছে পাকিস্তান! সরকারবিরোধী বিক্ষোভ, ‘...

বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন

মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ আফ্রিকায়, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত ৪২

মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ আফ্রিকায়, নিয়ন্ত্রণ হার...

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের