 
                                                    নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বর্তমানে ধূপ কাঠি বা আগরবাতি ব্যবসা একটি লাভজনক ক্ষুদ্র শিল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে। ধর্মীয়, আধ্যাত্মিক ও ঘরোয়া ব্যবহারের কারণে এর চাহিদা সারা বছর থাকে। অল্প পুঁজিতে ঘরোয়া পর্যায়ে এটি শুরু করা যায় এবং ধীরে ধীরে বড় পরিসরে নেওয়া সম্ভব।
ব্যবসা শুরু করার ধাপসমূহ - বাজার গবেষণা। প্রথমে স্থানীয় বাজারে কী ধরনের ধূপ কাঠির চাহিদা বেশি (চন্দন, ল্যাভেন্ডার, জুঁই, গোলাপ , ইত্যাদি) তা জেনে নিন। একইসাথে প্যাকেজিং ও দামের দিকেও নজর দিন।
স্থান নির্বাচন - এই ব্যবসার জন্য বড় জায়গার প্রয়োজন নেই। প্রাথমিকভাবে ১০x১০ ফুটের একটি ঘর বা বারান্দাও যথেষ্ট।
প্রয়োজনীয় কাঁচামাল -
* কাঠির স্টিক (বাঁশ কাঠি)
* কয়লা গুঁড়ো
* জিগাট পাউডার (বাইন্ডার হিসেবে)
* সুগন্ধি তেল বা পারফিউম
* রঙের গুঁড়ো (প্রয়োজনে)
* প্যাকেট ও লেবেল
যন্ত্রপাতি ও সরঞ্জাম -
* ধূপ কাঠি বানানোর হ্যান্ড মেশিন বা সেমি অটোমেটিক মেশিন
* শুকানোর ট্রে 
* ওজন মেশিন
* সিলিং মেশিন (প্যাকেটের জন্য)
প্রাথমিক খরচ -
উপকরণ আনুমানিক খরচ
হ্যান্ড মেশিন             ৭,০০০ – ১০,০০০           
কাঁচামাল (প্রথম লট)       ৫,০০০ – ৬,০০০            
প্যাকেজিং ও লেবেল         ২,০০০                    
শুকানোর  ট্রে ও অন্যান্য   ২,০০০                    
মোট প্রাথমিক খরচ    ১৫,০০০ – ২০,০০০ টাকা
উৎপাদন প্রক্রিয়া -
১. জিগাট পাউডার, কয়লা গুঁড়ো ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন।
২. মেশিনে পেস্ট ও কাঠি ঢুকিয়ে ধূপ কাঠি তৈরি করুন।
৩. শুকাতে দিন (সূর্যালোকে ১–২ দিন)।
৪. শুকানোর পর পছন্দসই সুগন্ধি তেল মিশিয়ে নিন।
৫. প্যাকেট করে বিক্রির জন্য প্রস্তুত করুন।
বিক্রি ও লাভের সম্ভাবনা - ১০ কেজি কাঁচামাল থেকে প্রায় ১০,০০০–১২,০০০ কাঠি তৈরি হয়। প্রতি ১০০টি কাঠির প্যাকেট ১৫–২৫ টাকায় বিক্রি করা যায়। প্রতি মাসে ৩০,০০০–৪০,০০০ কাঠি উৎপাদন করে গড়ে ১০,০০০–১৫,০০০ টাকা পর্যন্ত লাভ সম্ভব। ব্যবসা বাড়লে পরবর্তীকাল ফুল অটোমেটিক মেশিন নেওয়া যেতে পারে । দাম মোটামুটি ১২,০০০০ থেকে শুরু।
বিপণন কৌশল - স্থানীয় মুদি দোকান, পূজা সামগ্রীর দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে (Facebook, WhatsApp, ইত্যাদি) বিক্রি করুন।
নিজস্ব ব্র্যান্ড নাম ও সুন্দর প্যাকেজিং ব্যবহার করুন।
ধূপ কাঠি ব্যবসা একটি কম ঝুঁকির, উচ্চ লাভজনক ক্ষুদ্র শিল্প। মাত্র ১৫,০০০–২০,০০০ টাকায় শুরু করে আপনি প্রতিমাসে ভালো আয় করতে পারবেন। তবে ধৈর্য, মানসম্মত পণ্য ও ভালো বিপণন এই ব্যবসার সাফল্যের চাবিকাঠি।
.jpg) 
                                                    এই বিনিয়োগ থেকে প্রায় ১৮ হাজার জনের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে
 
                                                    এটি এমন এক আয়ের মাধ্যম, যা আপনাকে শেয়ার বিক্রি না করেই নিয়মিত লাভ এনে দিতে পারে
 
                                                    জন্মদিন বিয়ে অ্যানিভার্সারি বা উৎসবের সময় হোমমেড কেকের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে
 
                                                    হিমাচল প্রদেশের কসৌলিতে ভারতবর্ষের প্রথম ব্রিউয়ারি প্রতিষ্ঠা
 
                                                    আগামী এক থেকে দুই মাসের মধ্যে সোনার দাম ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা
 
                                                    নিচে কিছু উল্লেখযোগ্য স্কিমের বিবরণ দেওয়া হল
 
                                                    বাজার ঘেঁটে আমরা খুঁজে এনেছি ১০টি বাজেট-বান্ধব এয়ার পিউরিফায়ার
 
                যুদ্ধমহড়ার নাম ‘অপারেশন ত্রিশূল’
 
                মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে সাফল্য ট্রাম্প প্রশাসনের
 
                দক্ষিণ কোরিয়ায় সাক্ষাৎ ট্রাম্প-জিনপিংয়ের
 
                শান্তি আলোচনা ভেস্তে যেতেই সম্মুখসমরে পাকিস্তান ও আফগানিস্তান
 
                হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে