নিজস্ব প্রতিনিধি, চেন্নাই – দক্ষিণী অভিনেতা তথা তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রধান বিজয়ের রাজনৈতিক মিছিল যেন যমের দুয়ার। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের। আহত ১০০-র বেশি। বিজয়ের বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টে মামলা দায়ের করেছেন পদপিষ্ট হয়েও কোনওমতে বেঁচে ফেরা এক ব্যক্তি। তাঁর দাবি, বিজয়ের দলের যাবতীয় কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করা হোক।
মামলাকারীর নাম সেন্থিলকানান। তাঁর অভিযোগ, “এটা নিছক দুর্ঘটনা নয়, বরং বেপরোয়া পরিকল্পনা, চরম অব্যবস্থা ও সাধারণ মানুষের নিরাপত্তার চরম গাফিলতির ফল। যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত তামিলনাড়ু পুলিশকে নির্দেশ দেওয়া হোক টিভিকে দলের যাবতীয় সভা বাতিলের। সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে জননিরাপত্তা যেখানে ঝুঁকির মুখে সেখানে কোনও সমাবেশের অনুমতি দেওয়া যায় না।“
সূত্রের খবর, আয়োজকদের ধারণা ছিল মিছিলে আসতে পারেন ১০ হাজার মানুষ। তবে বাস্তবে জমায়েত করেন ৬০ হাজারের বেশি মানুষ। তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরমন জানান, বিজয়ের মিছিলের অনুমতি ছিল বিকেল ৩ টে থেকে রাত ১০টা পর্যন্ত। তবে তাঁর দলের এক্স হ্যান্ডেলে জানানো হয় ১২টায় আসবেন বিজয়। তিনি গিয়ে পৌঁছন ৭টা ৪০ মিনিটে। নির্ধারিত সময়ের অনেক পরে ঘটনাস্থলে বিজয় পৌঁছনোয় এমন ঘটনা ঘটেছে।
অভিযোগ, এতক্ষণ চড়া রোদে অপেক্ষা করেছেন মানুষ। কারও জন্য ছিল না জল ও খাবারের ব্যবস্থা। প্রত্যক্ষদর্শীদের দাবি, “ভিড় এতটাই বেশি হয়ে গিয়েছিল যে কারও কিছু করার ছিল না। বিজয় অনেক দেরিতে আসায় সমস্যা বেড়ে যায়। অনেকে পাঁচ-ছ ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন পানীয় জল-খাবার ছাড়া। বিজয়ের গাড়ি আসতেই সবাই একসঙ্গে সেদিকে ঝুঁকে পড়েন।“ ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরমন।
শুভেন্দুদের সুপ্রিম নোটিশ
অভিযুক্ত দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিহারে
শান্তিপূর্ণ ভাবেই হয়েছে ভোটগ্রহণ পর্ব
৪৯ জনের মাথার দাম মোট ১ কোটি ৪১ লক্ষ টাকা
পিএনবি-র ঋণখেলাপি ও পলাতক মেহুল চোকসি
এর থেকে ঘৃণ্য অপরাধ আর হতে পারে না , দাবি আদালতের
বাংলার পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
ইরানে ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রায় ১০ হাজার
ঘটনার তদন্ত শুরু পুলিশের
হলুদ সতর্কতা জারি দিল্লিতে
এমন দৃষ্টান্ত সমাজে আশা জাগায় মনে করিয়ে দেয় মানুষের পাশে মানুষই শেষ আশ্রয়
অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা
আগামী ৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি
অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু পুলিশের
ইরানে ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রায় ১০ হাজার
অস্থির পরিস্থিতির মাঝে ট্রাম্প হুঙ্কার
নজিরবিহীন সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের
অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে চরমে ইরান এবং আমেরিকার সংঘাত
যাত্রীদের জন্য অ্যাডভাইজরি জারি বিমান সংস্থাগুলির