নিজস্ব প্রতিনিধি , হায়দ্রাবাদ - অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। একাদশী উপলক্ষ্যে বিপুল ভিড়ের মধ্যেই ঘটে গেল ভয়াবহ পদদলিতের ঘটনা। প্রাথমিকভাবে ৫ জন ভক্তের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত একাধিক মানুষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, একাদশীর শুভ দিনে পুজো দিতে হাজার হাজার ভক্ত ভিড় করেছিলেন শ্রীকাকুলামের কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে। সকাল থেকেই মন্দিরে উপচে পড়া জনসমুদ্রের মধ্যে হঠাৎই ঘটে ভয়াবহ পদদলিতের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, পুজোর সামগ্রী হাতে ভক্তদের একাংশ সিঁড়ি বেয়ে মন্দিরে প্রবেশের চেষ্টা করছিলেন। সেই সময় ঠেলাঠেলিতে কয়েকজন পড়ে গেলে মুহূর্তেই বিশৃঙ্খলা তৈরি হয়। সম্পূর্ণ ঘটনাটি মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, শত শত মহিলা ও পুরুষ প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে এদিক-ওদিক ছুটছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। মন্দিরের ভিতরে থাকা ভিড় নিয়ন্ত্রণে এনে শুরু হয় উদ্ধারকার্য। পদদলিতের ঘটনায় মন্দির প্রাঙ্গণেই ৫ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ গুরুতর জখমও হন। প্রশাসনের পক্ষ থেকে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু টুইট করে ঘটনার গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, ' কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।' মুখ্যমন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করে ত্রাণ ও চিকিৎসা ব্যবস্থার তদারকি করার নির্দেশ দিয়েছেন।
সর্দার প্যাটেলের জন্মদিন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দেন অজিত ডোভাল
মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মোদি
প্রথম দফায় নির্বাচন আগামী ৬ নভেম্বর
ভোটমুখী বিহারে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে
১লা নভেম্বর থেকেই দেশজুড়ে কার্যকর নয়া দাম
বহু জায়গার নাম বদলেছে বিজেপি
ইতিহাস তৈরি করল কেরল
পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কৃত্রিম বৃষ্টিও
ফের শিরোনামে শিশমহল বিতর্ক
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
মোদির গামছা ওড়ানো থেকে আনন্দে আত্মহারা বিহারবাসী
মন্ত্রী হয়ে আবেগঘন বার্তা ভারতের প্রাক্তন অধিনায়কের
রাশিয়ার দুই তেল সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি মার্কিন প্রশাসনের
সমীক্ষা চালিয়ে এমনই ভয়ংকর তথ্য প্রকাশ্যে এসেছে
শুক্রবার ইস্তেহার প্রকাশ করেছে এনডিএ
ধর্মান্তরণ বিতর্কের শিরোনামে ভ্যান্স!
ঘটনাস্থলে দমকল বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী
কানাডার ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ফের বালোচ বিদ্রোহীদের নিশানায় পাক জওয়ানরা
প্রত্যেকটি প্রেক্ষাগৃহে জুবিনের উদ্দেশ্যে বিশেষ শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়