নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ছোটবেলা থেকে লড়াই করে আজ বলিউডের অন্যতম মুখ , এই ঘটনা একেবারেই নতুন নয়। বলিউডে একাধিক নিদর্শন রয়েছে যাদের জীবন সংগ্রাম চোখে পড়ার মত। তবে বেশিরভাগ লোক তাদের সফলতার কথাই জানেন , লড়াইয়ের ব্যাপারে বিন্দুমাত্র আন্দাজ নেই তাদের। তেমনই এক অভিনেতা রয়েছেন যিনি আজ ১১০ কোটি টাকার মালিক।
অনেকেই আছেন যারা বলিউডে এসেও সারাজীবনে নাম কামাতে ব্যর্থ। আবার অনেকেই রয়েছেন যাদের সাফল্য আকাশছোঁয়া। এরই মাঝে রয়েছেন কুণাল কাপুর। শাহরুখ খান, আমির খান, মাধুরী দীক্ষিত, সইফ আলি খান, সঞ্জয় দত্তের মতো নামী তারকাদের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন কুণাল। প্রশংসাও কুড়িয়েছেন। তবে অনেকেরই বলিউডের এই অভিনেতার লড়াই সম্পর্কে অজানা। ১৯৭৭ সালের ১৮ অক্টোবর মুম্বইয়ে জন্ম কুণালের। তাঁর বাবা কিশোর কুমার এক জন নির্মাণ ব্যবসায়ী। মা কানন কপূর ছিলেন গায়িকা।
মাত্র ১৮ বছর বয়সে হংকংয়ে আম রফতানির সঙ্গে জড়িয়ে পড়েন কুণাল। অভিনয়ের প্রতিও ভালবাসা ছিল কুণালের। সেই ভালবাসা থেকেই কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহের নাট্যদল ‘মোটলি থিয়েটার গ্রুপে’ যোগ দেন। পরিচালক ব্যারি জনের কাছেও প্রশিক্ষণ নেন কুণাল। অমিতাভ বচ্চন অভিনীত ‘অকস’ ছবিতে সহকারী পরিচালকের কাজ করেন। অভিনেতা হিসাবে কেরিয়ার শুরু করেন ২০০৪ সালে।
কুণাল অভিনীত প্রথম ছবির নাম ছিল— ‘মীনাক্ষী: আ টেল অফ থ্রি সিটিজ়’। সেই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী তব্বু। তবে নজর কাড়তে শুরু করেন ২০০৬ সাল থেকে। ওমপ্রকাশ মেহরার ছবি রং দে বসন্তী ছবিতে অসাধারণ অভিনয় করেন। আমির খান , শর্মন জোশি , মাধবনের মাঝে উজ্জ্বল তারা হিসেবে আলোচিত হয়েছেন। এরপর ‘হ্যাটট্রিক’, ‘আজা নাচলে’, ‘লাগা চুনারি মে দাগ’, ‘ওয়েলকাম টু সজ্জনপুর’, ‘লমহা’র মতো ছবিতে অভিনয় করেন কুণাল। শাহরুখ অভিনীত ডন ২ ছবিতেও অভিনয় করেন।
২০১২ সালে সামাজিক, চিকিৎসা পরিবেশগত কারণে সহায়তার জন্য তৈরি একটি ‘ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম’-এর সহ-প্রতিষ্ঠা করেছিলেন কুণাল। সংস্থাটি বর্তমানে ১১০ কোটি টাকারও বেশি আয় করে। এছাড়া একটি নির্মাণ সংস্থারও মালিক তিনি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কুণালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৭০ কোটি টাকা। ২০১৫ সালে অমিতাভ বচ্চনের ভাইজি নয়না বচ্চনকে বিয়ে করেন। বর্তমানে কুণাল তার আসন্ন ছবি বিশম্ভরা নিয়ে ব্যস্ত। আম বিক্রি থেকে শুরু করে এই সাফল্য আজ সত্যিই বহু প্রশংসনীয়।
প্রথম অডিশনের ব্যর্থতায় কান্নায় ভেঙে পড়ার অভিজ্ঞতা ভাগ করে নিলেন সুহানা খান
শাসক শিবিরের কাছ থেকে বিশেষ সংবর্ধনা পেলেন অদৃতি
হানি সিংয়ের কনসার্টে লাইভে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক
ঝলমলে লুক ঘিরে শুরু হয়েছে প্রশংসার বন্যা
পূর্ণাঙ্গ অ্যালবাম নয় বলে অনেক অনুরাগী হতাশা প্রকাশ করেছেন
পরিণীতার পর ফের জুটি বাঁধছেন রাজ শুভশ্রী
প্রেমের মাস ফেব্রুয়ারি মাস তার মধ্যেই প্রাক্তন স্ত্রী সঙ্গে প্রেমে কী মজেছেন চাহাল
করণ আউজলার বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ ঘিরে বিতর্কের মাঝেই স্বামীর পাশে দাঁড়ালেন স্ত্রী পালক
তাঁর এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে
বিছানায় পিৎজা খাইয়ে দিচ্ছেন নিক প্রেমে মগ্ন প্রিয়াঙ্কা
সম্প্রতি একটি ব্যক্তিগত পার্টি মিউজিক ইভেন্টে দিশা ও তালবিন্দরকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়
PR-এর কৃত্রিম প্রচারে বিরক্তি প্রকাশ করলেন তাপসী পান্নু
কমিশনের দাবি ওই দৃশ্য সমাজে নেতিবাচক বার্তা দিতে পারে নারীদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে
পাঞ্জাবের ঐতিহ্যবাহী লোহরির তাৎপর্য তুলে ধরলেন হারনাজ সান্ধু
ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই বিয়ের পিঁড়িতে গব্বর
ইরানে ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রায় ১০ হাজার
অস্থির পরিস্থিতির মাঝে ট্রাম্প হুঙ্কার
নজিরবিহীন সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের
অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে চরমে ইরান এবং আমেরিকার সংঘাত
যাত্রীদের জন্য অ্যাডভাইজরি জারি বিমান সংস্থাগুলির