68f366d8513b5_WhatsApp Image 2025-10-18 at 3.37.07 PM
অক্টোবর ১৮, ২০২৫ দুপুর ০৩:৩৮ IST

৬৫ হাজার কোটি টাকার মালিক , পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা

নিজস্ব প্রতিনিধি কলকাতা - এই তালিকায় আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের শীর্ষ ১০ ধনী ব্যক্তির নাম

1. বেনু গোপাল বাঙ্গুর - কলকাতার সিমেন্ট শিল্পী। তিনি  Shree Cement সংস্থার সঙ্গে যুক্ত। তাঁর সম্পদের পরিমাণ প্রায়  ₹ ৬৫৮০০ কোটি বলা হয়। ১৯৩২  সালে জন্মগ্রহণ, নিয়মিত রাজনীতিতে প্রকাশ্যে না থাকা, কিন্তু অর্থ ও শিল্প দৃষ্টিকোন থেকে তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ধনী বলে বিবেচিত।

2. সঞ্জীব গোয়েঙ্কা - কলকাতায় প্রতিষ্ঠিত RPSG Group এর চেয়ারম্যান। তিনি মিডিয়া, বিদ্যুৎ, খুচরা ব্যবসা ও স্পোর্টস খাতেও ক্রিয়াকলাপ পরিচালনা করেন। Forbes অনুযায়ী ভারতীয় ধনী তালিকায় স্থান পেয়েছেন।

3. শ্রী প্রাকাশ লোহিয়া - যদিও বর্তমানে ইন্দোনেশিয়ায় বাস করেন ও তাঁর বেশিরভাগ ব্যবসা সেখানেই, তার উৎপত্তি কলকাতা (পশ্চিমবঙ্গ) থেকে। Indorama Corporation তাকে আন্তর্জাতিকভাবে খ্যাতি দিয়েছে । ২০২৪ সালের তথ্যানুসারে তাঁর সম্পদ প্রায় US$ 8.7 বিলিয়ন  হিসেবে মূল্যায়িত।  

4. আনন্দ বুরমান - কলকাতায় জন্ম ও বেড়ে উঠা, Dabur কোম্পানির চেয়ারম্যান। তাঁর সম্পদের পরিমাণ বিশাল — Forbes তালিকায় ভারতের শীর্ষ ধনীতার মধ্যে স্থান পায়।

5. রাধে শ্যাম আগরওয়াল -  Emami গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা। FMCG, কসমেটিকস, রিয়েল এস্টেটসহ অন্যান্য খাতে ব্যবসা পরিচালনা করেন। যেহেতু তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন, পশ্চিমবঙ্গের ধনী ব্যক্তিদের তালিকায় নাম উঠে এসেছে।

6. শিশীর বাজোরিয়া - রেফ্রেক্টরিস (refractories) ও রিয়েল এস্টেট খাতে কার্যরত একটি পরিবার ব্যবসায়ী । বহু অনলাইন তালিকায় পশ্চিমবঙ্গের শীর্ষ ধনীদের মধ্যে নাম পাওয়া যায়।

7. হার্শ লোধান - MP Birla গ্রুপের একজন দক্ষিণাঞ্চলীয় উদ্যোগপতি হলেও পশ্চিমবঙ্গের ব্যবসায় তাঁর উপস্থাপনা আছে। তাঁকে অনেকে ধনী তালিকায় উল্লিখিত করেছেন।

8. হার্শ নিওতিয়া - তিনি রিয়েল এস্টেট খাতে প্রসিদ্ধ ব্যবসায়ী, Ambuja Neotia গ্রুপের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গ ও কলকাতার রিয়েল এস্টেট উন্নয়নে নামকরা ভূমিকা পালন করেছেন।

9.  ঘনশ্যাম সারদা - Hurun India  list অনুসারে “নতুন ” ধনী হিসেবে প্রশংসিত। তাঁর পরিবারের সম্পদ ও ব্যবসায় ক্রমবর্ধমান।

10. রবি মোদি - Manyavar ব্যবসার সঙ্গে যুক্ত এই ব্যক্তি,  ভারতের ধনী তালিকায় পশ্চিমবঙ্গের শীর্ষ ৩ এ স্থান পায়। তার স্টকমার্ক, ব্র্যান্ড সম্ভার ও ব্যবসায়িক উদ্যোগ তাকে ধনী তালিকায় নিয়ে গেছে।

এই তালিকা একটি সম্ভাব্য তালিকা, নিশ্চিত তালিকা নয় — কারণ অনেক ধনীর সম্পত্তি গোপন বা সীমিত তথ্যের ভিত্তিতে প্রকাশিত।এটি সবসময় স্পষ্টভাবে প্রকাশ করা হয় না, এবং বিভিন্ন তালিকা (Hurun, টাইমস অফ ইন্ডিয়া , অনলাইন ব্লগ) মাঝে সম্পত্তির পরিমাপ ভিন্ন হতে পারে।
 

TV 19 Network NEWS FEED

ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারকারী ডুবজাহাজে হামলা আমেরিকার, মৃত ২

ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারকারী ডুবজাহাজে হামলা আ...

মাদক পাচারকারী ডুবজাহাজে সফল হামলায় আনন্দে আত্মহারা ট্রাম্প

দোহায় দীর্ঘ বৈঠক, সংঘর্ষবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান

দোহায় দীর্ঘ বৈঠক, সংঘর্ষবিরতিতে রাজি পাকিস্তান-আফগ...

বিবৃতি জারি কাতারের বিদেশমন্ত্রকের

ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পুতিনের, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে শর্ত রুশ প্রেসিডেন্টের

ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পুতিনের, ইউক্রেনের সঙ্গে য...

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে মরিয়া ট্রাম্প

‘নো কিংস’ কর্মসূচি! ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার রাজপথে প্রতিবাদে সরব লক্ষাধিক মানুষ

‘নো কিংস’ কর্মসূচি! ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার রা...

প্রতিবাদে সামিল আইনজীবী থেকে শিক্ষক