68f366d8513b5_WhatsApp Image 2025-10-18 at 3.37.07 PM
অক্টোবর ১৮, ২০২৫ দুপুর ০৩:৩৮ IST

৬৫ হাজার কোটি টাকার মালিক , পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা

নিজস্ব প্রতিনিধি কলকাতা - এই তালিকায় আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের শীর্ষ ১০ ধনী ব্যক্তির নাম

1. বেনু গোপাল বাঙ্গুর - কলকাতার সিমেন্ট শিল্পী। তিনি  Shree Cement সংস্থার সঙ্গে যুক্ত। তাঁর সম্পদের পরিমাণ প্রায়  ₹ ৬৫৮০০ কোটি বলা হয়। ১৯৩২  সালে জন্মগ্রহণ, নিয়মিত রাজনীতিতে প্রকাশ্যে না থাকা, কিন্তু অর্থ ও শিল্প দৃষ্টিকোন থেকে তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ধনী বলে বিবেচিত।

2. সঞ্জীব গোয়েঙ্কা - কলকাতায় প্রতিষ্ঠিত RPSG Group এর চেয়ারম্যান। তিনি মিডিয়া, বিদ্যুৎ, খুচরা ব্যবসা ও স্পোর্টস খাতেও ক্রিয়াকলাপ পরিচালনা করেন। Forbes অনুযায়ী ভারতীয় ধনী তালিকায় স্থান পেয়েছেন।

3. শ্রী প্রাকাশ লোহিয়া - যদিও বর্তমানে ইন্দোনেশিয়ায় বাস করেন ও তাঁর বেশিরভাগ ব্যবসা সেখানেই, তার উৎপত্তি কলকাতা (পশ্চিমবঙ্গ) থেকে। Indorama Corporation তাকে আন্তর্জাতিকভাবে খ্যাতি দিয়েছে । ২০২৪ সালের তথ্যানুসারে তাঁর সম্পদ প্রায় US$ 8.7 বিলিয়ন  হিসেবে মূল্যায়িত।  

4. আনন্দ বুরমান - কলকাতায় জন্ম ও বেড়ে উঠা, Dabur কোম্পানির চেয়ারম্যান। তাঁর সম্পদের পরিমাণ বিশাল — Forbes তালিকায় ভারতের শীর্ষ ধনীতার মধ্যে স্থান পায়।

5. রাধে শ্যাম আগরওয়াল -  Emami গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা। FMCG, কসমেটিকস, রিয়েল এস্টেটসহ অন্যান্য খাতে ব্যবসা পরিচালনা করেন। যেহেতু তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন, পশ্চিমবঙ্গের ধনী ব্যক্তিদের তালিকায় নাম উঠে এসেছে।

6. শিশীর বাজোরিয়া - রেফ্রেক্টরিস (refractories) ও রিয়েল এস্টেট খাতে কার্যরত একটি পরিবার ব্যবসায়ী । বহু অনলাইন তালিকায় পশ্চিমবঙ্গের শীর্ষ ধনীদের মধ্যে নাম পাওয়া যায়।

7. হার্শ লোধান - MP Birla গ্রুপের একজন দক্ষিণাঞ্চলীয় উদ্যোগপতি হলেও পশ্চিমবঙ্গের ব্যবসায় তাঁর উপস্থাপনা আছে। তাঁকে অনেকে ধনী তালিকায় উল্লিখিত করেছেন।

8. হার্শ নিওতিয়া - তিনি রিয়েল এস্টেট খাতে প্রসিদ্ধ ব্যবসায়ী, Ambuja Neotia গ্রুপের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গ ও কলকাতার রিয়েল এস্টেট উন্নয়নে নামকরা ভূমিকা পালন করেছেন।

9.  ঘনশ্যাম সারদা - Hurun India  list অনুসারে “নতুন ” ধনী হিসেবে প্রশংসিত। তাঁর পরিবারের সম্পদ ও ব্যবসায় ক্রমবর্ধমান।

10. রবি মোদি - Manyavar ব্যবসার সঙ্গে যুক্ত এই ব্যক্তি,  ভারতের ধনী তালিকায় পশ্চিমবঙ্গের শীর্ষ ৩ এ স্থান পায়। তার স্টকমার্ক, ব্র্যান্ড সম্ভার ও ব্যবসায়িক উদ্যোগ তাকে ধনী তালিকায় নিয়ে গেছে।

এই তালিকা একটি সম্ভাব্য তালিকা, নিশ্চিত তালিকা নয় — কারণ অনেক ধনীর সম্পত্তি গোপন বা সীমিত তথ্যের ভিত্তিতে প্রকাশিত।এটি সবসময় স্পষ্টভাবে প্রকাশ করা হয় না, এবং বিভিন্ন তালিকা (Hurun, টাইমস অফ ইন্ডিয়া , অনলাইন ব্লগ) মাঝে সম্পত্তির পরিমাপ ভিন্ন হতে পারে।
 

TV 19 Network NEWS FEED

“যেভাবে সম্ভব দ্রুত ইরান ছাড়ুন”, ভারতীয় নাগরিকদের নির্দেশিকা দূতাবাসের

“যেভাবে সম্ভব দ্রুত ইরান ছাড়ুন”, ভারতীয় নাগরিকদের...

ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের

ট্রাম্পের হুঁশিয়ারিকে বুড়ো আঙুল, বুধেই এরফানের মৃত্যুদণ্ড ইরানে

ট্রাম্পের হুঁশিয়ারিকে বুড়ো আঙুল, বুধেই এরফানের মৃত...

পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি

মিশিগানের কারখানায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ, মধ্যমা দেখালেন মার্কিন প্রেসিডেন্ট

মিশিগানের কারখানায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ, মধ্যমা...

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও