বর্ষার ফ্যাশন, ট্রেন্ডে এখন ওয়াটারপ্রুফ শু -কভার!
বৃষ্টি নামলেই সবচেয়ে বড় চিন্তা,জুতো ভিজে যাবে! তারপরেই শুরু কাদাজল, বাজে গন্ধ আর সঙ্গে ফাঙ্গাল ইনফেকশনের ভয়? কিন্তু চিন্তা নেই, শহুরে ফ্যাশন এখন খুঁজে নিয়েছে নতুন সমাধান।ওয়াটারপ্রুফ শু-কভার।
কেবল সাধারণ রেইনকোট নয়, এবার পায়েরও আলাদা রেইনকোট এসে গেছে বাজারে। হালকা, ট্রেন্ডি আর ফোল্ডেবল এই শু- কভার সহজেই ব্যাগে ভরে নিয়ে ঘোরা যায়। আপনি যদি অফিসগামী হোন বা কলেজে যাচ্ছেন, কিংবা বর্ষার দিনে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডায়, শু- কভার হবে স্টাইল আর সুরক্ষার পারফেক্ট কম্বো।
ডাক্তাররা বলছেন, বর্ষার জমা জলে ভেজা জুতো পরে থাকলে চর্মরোগ আর ফাঙ্গাল ইনফেকশন হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ভেজা জুতোর ভেতরে যে আর্দ্র পরিবেশ তৈরি হয়, তা জীবাণুর জন্য একেবারে স্বর্গরাজ্য। কিন্তু শু কভার ব্যবহার করলে জুতো যেমন শুকনো থাকবে, তেমনি পায়ের সুরক্ষাও নিশ্চিত হবে।
অন্যদিকে ফ্যাশন এক্সপার্টরা জানাচ্ছেন, “এখনকার শু কভার শুধু ব্যবহারিক সুবিধা নয়, বরং ফ্যাশন অ্যাকসেসরিজ হিসেবেও জনপ্রিয় হচ্ছে। রঙিন, ট্রান্সপারেন্ট বা ডিজাইনওয়ালা শু কভার পরে রাস্তায় বেরোলে আলাদা স্টেটমেন্ট তৈরি হয়।”কেউ কেউ তো বলছেন “জুতো যেমন আপনার ব্যক্তিত্বের পরিচয় দেয়, শু কভার হবে বর্ষার স্টাইল কোট।”
বাজার ঘুরে দেখা যাচ্ছে, দামও খুব একটা বেশি নয়। অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে বড় শপিং মল, সব জায়গাতেই এখন শু কভারের চাহিদা বাড়ছে।সুতরাং, বর্ষার দিনে ভেজা জুতোর কারণে আর চিন্তা নেই। হাতে ছাতা, গায়ে রেইনকোট, আর পায়ে ওয়াটারপ্রুফ শু কভার। এই তিন মিলে এবার বৃষ্টিকে বলুন, “চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড!”
বর্ষায় শিশুকে দিন বিশেষ সুরক্ষা
থাইরয়েডের বিগড়ে যাওয়াই কি আপনার অসুখের আসল কারণ? সুস্থ থাকতে এখন থেকেই যত্ন নিন
বিশেষজ্ঞদের মতে গুণের পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে ইলিশের
মাখনের বদলে স্বাস্থ্যকর বিকল্প, রান্নার শেষে গোপন টুইস্ট
দুপুরে ঘুমের আসল কারণ: খাবার, মেটাবলিজম আর শরীরের প্রাকৃতিক ঘড়ি
পেয়ারা খেলেই মিলবে উপকার, তবে মানতে হবে কয়েকটা নিয়ম
আরও কড়াকড়ি হবে গ্রিন কার্ড
মেঘ ভাঙা বৃষ্টিতে বানভাসি অবস্থা পাঞ্জাবে
ফের পাকিস্তানকে সতর্কবার্তা ‘মানবিক’ ভারতের
ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার দাবি ট্রাম্পের
গাজার হাসপাতালে হামলায় শোকপ্রকাশ করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী