নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিত্য অফিসাত্রীরা ইচ্ছে না থাকলেও হেলমেট পরেন। অনেকে চুল সুরক্ষিত রাখার জন্য রুমাল ব্যবহার করে হেলমেট পরেন। কিন্তু তাতে কোনো লাভ হয় না। হেলমেট পরে চুলের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আস্তে আস্তে মাথায় টাক দেখা দেয়। তবে এই সমস্যার সমাধান মাত্র দশটি লবঙ্গ।
অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর লবঙ্গ চুলের গোড়া মজবুত করে। তা ছাড়া লবঙ্গে ভিটামিন কে থাকে। লবঙ্গের তেল মাথায় লাগালে রক্ত সঞ্চালনও বেড়ে যায়। ফলে সব মিলিয়ে চুলের বৃদ্ধি যেমন ভাল হয়, তেমনই কম বয়সে পাকা চুলের সমস্যা দূর করতেও লবঙ্গ দারুণ
জেনে নিন কিভাবে লবঙ্গ দিয়ে মাথার চুল ঠিক রাখবেন -
একটি পাত্রে চার কাপ জল গরম করে নিন। গরম জলে দশটি লবঙ্গ দিয়ে দিন। কয়েকটি কারিপাতাও ফেলে দিতে পারেন। খানিক ক্ষণ ফুটিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। জল ঠান্ডা হয়ে গেলে কাচের শিশিতে ঢেলে ফ্রিজে রেখে দিতে পারেন, দিন দশেক ব্যবহার করতে পারেন।
মিশ্রণে অ্যান্টি-ফাঙ্গাল অর্থাৎ ছত্রাকনাশক ও অ্যান্টি-সেপটিক গুণ রয়েছে। ফলে এই মিশ্রণ মাথায় মাখলে খুশকির সমস্যা কমে যেতে পারে। সপ্তাহে অন্তত দু’দিন মাথায় মালিশ করলে মাথার ত্বকের শুষ্কতা কমে। লবঙ্গ ছাড়াও কারিপাতায় থাকে বিটা ক্যারোটিন, যা চুল ঝরাও প্রতিরোধ করে।
মানুষের শরীরের মধ্যেই রয়েছে এই প্রোটিন
ব্রেকফাস্টের পরেই বেড়ে চলেছে অ্যাসিডিটির সমস্যা
চুল শুকোনোর কিছু পদ্ধতি শীঘ্রই জেনে নিন
একাধিক গবেষণায় প্রমাণ হয়েছে এই সত্য
আয়ুর্বেদে আমলকি সহ কাঁচা হলুদের একাধিক গুণের উল্লেখ রয়েছে
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের