গরমে ঘেমে নেয়ে একেবারে ক্লান্ত লুক?
বাজারের দামী স্কিনকেয়ার নয়, ত্বককে ঝটপট রিফ্রেশ করার সেরা হ্যাক লুকিয়ে আছে আপনার রান্নাঘরের ফ্রিজেই! বরফের একটুখানি ম্যাজিকেই ক্লান্ত, রোদে পোড়া বা নিস্তেজ ত্বক মুহূর্তে পেয়ে যায় ন্যাচারাল গ্লো আর ফ্রেশনেস।
গরমের তীব্রতা, অফিস কলেজের ব্যস্ততা কিংবা ঘরের নানান দায়িত্বের মাঝে ত্বকের যত্ন নেওয়ার সময় পাওয়া সত্যিই কঠিন। অথচ এই মৌসুমেই ত্বকের বাড়তি কেয়ার সবচেয়ে জরুরি। রোদ, ধুলো, ঘাম আর দূষণে ক্লান্ত ও নিস্প্রাণ ত্বককে মুহূর্তে সতেজ করতে এখন অনেকেই ভরসা রাখছেন আইস স্ক্রাবিং এর ওপর।
শুধু ঠান্ডা অনুভূতিই নয়, বরফের ছোঁয়ায় মিলছে একাধিক স্কিন বেনিফিট। ওপেন পোরস মিনিমাইজ থেকে শুরু করে লালচেভাব কমানো, চোখের নিচে ফোলা ভাব দূর করা কিংবা মেকআপকে দীর্ঘস্থায়ী করা, সবেতেই কার্যকর এই সাশ্রয়ী ট্রিক।
বিউটি এক্সপার্টরা বলছেন, নিয়মিত বরফ স্ক্রাবিং করলে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে ত্বকে আসে ন্যাচারাল গ্লো। এমনকি বরফ মেকআপ প্রাইমারের মতোও কাজ করে, যা বিশেষ করে অফিস মিটিং বা ডিনারের আগে দ্রুত রিফ্রেশড লুক পেতে সাহায্য করে।
শুধু বরফ নয়, এর ভিন্ন ভিন্ন ভ্যারিয়েশনও এখন জনপ্রিয়। গ্রিন টি আইস কিউবস স্কিনকে দেয় ডিটক্স ইফেক্ট, কফি আইস কিউবস চোখের ফোলাভাব কমাতে কার্যকর, আবার অ্যালোভেরা বা রোজ ওয়াটার আইস কিউবস ত্বকে আনে হাইড্রেশন ও ফ্রেশনেস।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বরফ কখনোই সরাসরি মুখে ঘষা উচিত নয়, সবসময় নরম কাপড়ে মুড়ে ব্যবহার করতে হবে। আর যাদের সাইনাস বা ঠান্ডাজনিত সমস্যা রয়েছে, তারা চোখ নাকের চারপাশে বরফ ব্যবহার এড়িয়ে চলাই ভালো।
সব মিলিয়ে, ব্যয়বহুল স্কিন কেয়ার প্রোডাক্টের পরিবর্তে রান্নাঘরের ফ্রিজেই লুকিয়ে আছে এক অসাধারণ বিউটি হ্যাক বরফ স্ক্রাবিং, যা এখন লাইফস্টাইলে নতুন ট্রেন্ড হিসেবেই জায়গা করে নিচ্ছে।
লবঙ্গতে রয়েছে বিশেষ ভিটামিন
মানুষের শরীরের মধ্যেই রয়েছে এই প্রোটিন
ব্রেকফাস্টের পরেই বেড়ে চলেছে অ্যাসিডিটির সমস্যা
চুল শুকোনোর কিছু পদ্ধতি শীঘ্রই জেনে নিন
একাধিক গবেষণায় প্রমাণ হয়েছে এই সত্য
আয়ুর্বেদে আমলকি সহ কাঁচা হলুদের একাধিক গুণের উল্লেখ রয়েছে
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের