নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মানুষের শরীরে থাকা ছোট্ট একটি তিল অনেক সময় কেবল সৌন্দর্যের চিহ্নই নয়, বরং ব্যক্তিত্ব, ভাগ্য কিংবা জীবনের ইঙ্গিতও বহন করে—এমনটাই বিশ্বাস করে আসছেন অনেকে যুগ যুগ ধরে। জ্যোতিষশাস্ত্র এবং প্রাচীন লোকবিশ্বাস বলছে, তিলের অবস্থান, রং, আকার ও কেশময়তার উপর নির্ভর করে নির্ধারিত হয় তার শুভ বা অশুভ ফলাফল। নিচে শরীরের বিভিন্ন স্থানে তিল থাকলে তার সম্ভাব্য অর্থ তুলে ধরা হলো —

বুকে তিল - বুকের তিল নিয়ে প্রাচীন বিশ্বাস বেশ আকর্ষণীয়। বুকের ডানদিকে তিল থাকলে মনে করা হয় ব্যক্তি ধন-সম্পদ ও সুনাম দুই-ই অর্জন করেন। এরা উদার ও সামাজিক স্বভাবের হন, তবে অর্থ নিয়ে একটু অসতর্ক হলে ক্ষতির আশঙ্কা থাকে। অন্যদিকে বাঁদিকে তিল সাফল্য ধীরে ধীরে এলেও তা স্থায়ী হয়—এই ব্যক্তিরা জীবনে বড় না হলেও নিশ্চিন্তে দিন কাটান। তবে বুকের মাঝখানে তিল থাকলে বলা হয়, তা দুর্ভাগ্যের ইঙ্গিত। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা পরকীয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, এমনকি অর্থকষ্টও ঘন ঘন হতে পারে।

চিবুকে তিল - চিবুকে তিল থাকা বরাবরই সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। নারী বা পুরুষ যেই হোন না কেন, চিবুকে তিলধারী ব্যক্তিরা সহজেই জনপ্রিয়তা পান। রাজনীতি, সমাজসেবা কিংবা নেতৃত্বের ক্ষেত্রেও এরা নিজেদের শক্ত অবস্থান গড়ে নিতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রেও এরা সফল। তবে প্রেমের ক্ষেত্রে একটু অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ায় সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে।

নিতম্বে তিল - তিলের এই অবস্থান নিয়ে অনেকের মধ্যেই রহস্যজনক কৌতূহল কাজ করে। পুরুষের নিতম্বে তিল থাকলে বলা হয়, তিনি কামুক ও আকর্ষণীয় স্বভাবের হন। আর নারীদের নিতম্বে তিল ইঙ্গিত দেয় সন্তানপ্রাচুর্যের দিকে। তবে কখনও কখনও অতিরিক্ত আবেগ ও কামনা তাদের দাম্পত্য জীবনে বিপত্তি আনতে পারে বলেও বিশ্বাস করা হয় ।

গালে তিল - মুখের সৌন্দর্য বাড়ায় গালের তিল, কিন্তু এরও লুকানো বার্তা আছে। ডান গালে তিল সৌভাগ্য, সুখ ও সফলতার প্রতীক। এমন মানুষরা সাধারণত বিবাহিত জীবনে সুখী হন। বিপরীতে বাঁ গালে তিল দাম্পত্য জীবনে অশান্তি বা অনিশ্চয়তার ইঙ্গিত বহন করে। যদিও এই ব্যক্তিরা পরিশ্রমী, কিন্তু সাফল্য পেতে সময় ও পরিশ্রম দুই-ই দিতে হয়।

পিঠে তিল - পিঠের তিল হলো উদারতার প্রতীক। যাদের পিঠে তিল থাকে, তারা সাধারণত সাহায্যপ্রবণ, সহানুভূতিশীল ও নীতিবান হন। এরা অন্যের কল্যাণে কাজ করতে ভালোবাসেন এবং সমাজে শ্রদ্ধা পান।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, এসব বিশ্বাস কেবলই প্রাচীন ব্যাখ্যা—বৈজ্ঞানিক নয়। শরীরের তিল আসলে জিনগত বা ত্বকের প্রাকৃতিক পরিবর্তনের ফলাফল। তাই তিলের অবস্থান দেখে ভবিষ্যৎ নির্ধারণের চেয়ে বরং এগুলোর কোনো পরিবর্তন (যেমন রং বা আকার) হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবুও, লোকবিশ্বাসের এই গল্পগুলো আজও কৌতূহল জাগায়—হয়তো কারণ, প্রতিটি তিলেই লুকিয়ে থাকে এক টুকরো রহস্য!
প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের মতো নানা কারণে পুরুষদের শুক্রাণুর সংখ্যা ও গুণমান ক্রমশ কমছে
সতর্ক করছেন বিশেষজ্ঞরা
অল্প বয়সে চুল পাকা সমস্যা কমাতে ঘরোয়া উপায়ে যত্ন নিলেই ধীরে ধীরে ফিরতে পারে চুলের স্বাভাবিক রং ও স্বাস্থ্য
রুটির বদলে সঠিক শস্য বেছে নিলে পেটের মেদ কমানো সম্ভব
বিশ্বের বৃহৎ ১০টি তেলের ভাণ্ডারে কোন দেশে কতটা খনিজ তেল মজুত রয়েছে, তা নিয়েই বিশেষ প্রতিবেদন
সঠিক প্রতিকার আত্মশক্তি ও জীবনের ভারসাম্য ফিরিয়ে আনে
ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দূতাবাসের
পরিবারের সঙ্গে মাত্র ১০ মিনিট দেখা করার অনুমতি
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
‘নো বোট নো ভোট’
নিউ ইয়র্কের জেলে বন্দি মাদুরো