নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চুল নিজেকে সুন্দর দেখানোর অন্যতম সেরা মাধ্যম। নিজেকে ঠিকঠাক রাখার মধ্যে আসে চুলের স্টাইল। তাই এখন ঘরে ঘরে হেয়ার ড্রায়ার। জলদি চুল শুকোতে , স্টাইল করতে হেয়ার ড্রায়ার এখন সকলেই ব্যবহার করেন। তবে ড্রায়ার ব্যবহারে একেবারেই ভাল নয়। চুলের পরিণতি খারাপ হতে পারে , চুল ঝরে যেতে পারে। তবে এসব ভুলুন , জেনেন নিন তিন পদ্ধতি যার মাধ্যমে ড্রায়ার ব্যবহার করেও চুল সঠিক রাখবেন
১.সম্পূর্ণ ভিজে চুলে ড্রায়ার ব্যবহার করবেন না। এর ফলে চুল রুক্ষ হয়ে যায়। তোয়ালে দিয়ে ভাল করে চুল শুকিয়ে নিন। তার পরেই হেয়ার ড্রায়ার ব্যবহার করুন।
২.মাথার তালুর খুব কাছে ড্রায়ার ব্যবহার করবেন না। চুল দ্রুত শুকোনোর জন্য তাড়াহুড়ো করে অনেকেই মাথার তালুর খুব কাছাকাছি নিয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। এতে চুল চটজলদি শুকিয়ে যায় বটে, কিন্তু অতিরিক্ত তাপ সরাসরি প্রভাব ফেলে মাথার তালুতে। এতে চুলের ও মাথার ত্বকের ক্ষতি হয়। এক জায়গায় খুব বেশি ক্ষণ ড্রায়ার ধরে থাকবেন না। সারা মাথায় ঘুরিয়ে ঘুরিয়ে ড্রায়ার ব্যবহার করুন।
৩.চুল অতিরিক্ত শুকোবেন না। রোজ হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভাল। খুব প্রয়োজনেই হেয়ার ড্রায়ার ব্যবহার করুন। নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহারে চুল নষ্ট হয়। ড্রায়ার ব্যবহার করে চুল অতিরিক্ত শুকিয়ে ফেলবেন না। চুল ৮০ থেকে ৯০ শতাংশ শুকিয়ে গেলেই ড্রায়ার বন্ধ করে দিন।
লবঙ্গতে রয়েছে বিশেষ ভিটামিন
মানুষের শরীরের মধ্যেই রয়েছে এই প্রোটিন
ব্রেকফাস্টের পরেই বেড়ে চলেছে অ্যাসিডিটির সমস্যা
একাধিক গবেষণায় প্রমাণ হয়েছে এই সত্য
আয়ুর্বেদে আমলকি সহ কাঁচা হলুদের একাধিক গুণের উল্লেখ রয়েছে
ইজরায়েল-হামাস যুদ্ধে নয়া মোড়
ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ
বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন
স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে গাজা
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের