68a036415cc67_WhatsApp Image 2025-08-16 at 12.32.41 PM
আগস্ট ১৬, ২০২৫ দুপুর ০১:১২ IST

আজকের নক্ষত্রের বার্তা: কেউ হারাবেন প্রিয়জনের ভরসা, কেউ পাবেন অপ্রত্যাশিত জয়!!

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শনিবার, ১৬ই আগস্ট ২০২৫। আজকের দিনটির মূল প্রভাব ফেলছে ধনুতে চন্দ্রের অবস্থান। জ্যোতিষশাস্ত্র বলছে, এদিন কেউ হঠাৎ সুযোগ পেতে পারেন, আবার কারো জীবনে আসতে পারে অশান্তি, মানসিক চাপ বা সম্পর্কের টানাপোড়েন। ভাগ্য, সাহস ও ধৈর্য,এই তিনটি আজকের দিনে সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়বে। পাঠকের সুবিধার্থে রাশি অনুযায়ী বিস্তারিত পূর্বাভাস নিচে তুলে ধরা হল।

মেষ (Aries)

কর্মক্ষেত্রে আজ চাপ বাড়বে, তবে তার মধ্যেই মিলবে নতুন সাফল্যের ইঙ্গিত। প্রেমে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। অর্থভাগ্য ভালো হলেও খরচ বেশি হবে।
শুভ রং: লাল | শুভ সংখ্যা: ৫

বৃষ (Taurus)

পরিবারে অশান্তি দেখা দিতে পারে। আর্থিক দিক স্থিতিশীল হলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। স্বাস্থ্যে হঠাৎ সমস্যার সম্ভাবনা আছে। শুভ রং: সবুজ | শুভ সংখ্যা: ২

মিথুন (Gemini)

কর্মক্ষেত্রে আপনার আইডিয়া প্রশংসা পাবে। প্রেমে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। বন্ধুদের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হবে, তবে ভ্রমণের সুযোগ আসবে।
শুভ রং: হলুদ | শুভ সংখ্যা: ৯

কর্কট (Cancer)

আজ পরিবারের কারো কাছ থেকে সুখবর মিলতে পারে। খরচ বেড়ে যাবে। প্রেমে সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন।
শুভ রং: সাদা | শুভ সংখ্যা: ৩

সিংহ (Leo)

নেতৃত্বের গুণ কর্মক্ষেত্রে আপনাকে আলাদা করবে। নতুন দায়িত্ব আসতে পারে। প্রেমে দ্বিধা কেটে যাবে। স্বাস্থ্যের দিক অনুকূলে।
শুভ রং: কমলা | শুভ সংখ্যা: ১

কন্যা (Virgo)

ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ আছে। পরিবারে সামান্য অশান্তি দেখা দিতে পারে। প্রেমজীবন স্থিতিশীল থাকবে।
শুভ রং: নীল | শুভ সংখ্যা: ৬

তুলা (Libra)

আজ মানসিক চাপে দিন কাটবে। প্রেমে পুরনো সমস্যা ফিরে আসতে পারে। অর্থনৈতিক দিক মোটামুটি ভালো, তবে হঠাৎ খরচের সম্ভাবনা প্রবল।
শুভ রং: গোলাপি | শুভ সংখ্যা: ৭

বৃশ্চিক (Scorpio)

পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। আর্থিক উন্নতির সুযোগ আসবে। প্রেমজীবনে আনন্দঘন সময়। স্বাস্থ্যে চিন্তার কিছু নেই।
শুভ রং: কালো | শুভ সংখ্যা: ৪

ধনু (Sagittarius)

চন্দ্র আপনার রাশিতে থাকায় আজ ভ্রমণ ও নতুন সিদ্ধান্তের জন্য শুভ দিন। কর্মজীবনে উন্নতি হবে, দাম্পত্যে মিলবে সুখবর।
শুভ রং: বেগুনি | শুভ সংখ্যা: ৮

মকর (Capricorn)

সহকর্মীর সাহায্যে সাফল্য আসবে। বিনিয়োগে ঝুঁকি এড়িয়ে চলুন। প্রেমজীবন অনুকূলে। পরিবারে শান্তি বজায় থাকবে।
শুভ রং: ধূসর | শুভ সংখ্যা: ১০

কুম্ভ (Aquarius)

আজ সমাজে নামডাক বাড়তে পারে। নতুন যোগাযোগ লাভজনক হবে। প্রেমে পুরনো সম্পর্ক ফিরে আসবে। স্বাস্থ্যের অবস্থা ভালো।
শুভ রং: আকাশী | শুভ সংখ্যা: ১১

মীন (Pisces)

অন্তর্দৃষ্টি বাড়বে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি সফল হবেন। আর্থিক উন্নতির যোগ আছে। পরিবারে আনন্দময় সময় কাটবে।
শুভ রং: বেগুনি-নীল | শুভ সংখ্যা: ১২

নোট : নিজের কুষ্ঠি অনুযায়ী প্রকৃত প্রভাব জানতে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে কথা বলুন। TV19 এই খবরের সত্যতা যাচাই করেনি।।

TV 19 Network NEWS FEED

‘সান্ত্বনা’ পুরস্কার! ইজরায়েলের সর্বোচ্চ অসামরিক সম্মানে সম্মানিত ট্রাম্প

‘সান্ত্বনা’ পুরস্কার! ইজরায়েলের সর্বোচ্চ অসামরিক স...

ট্রাম্পের নোবেল হাতছাড়া হওয়ার ক্ষতে প্রলেপ

গৃহযুদ্ধে জ্বলছে পাকিস্তান! সরকারবিরোধী বিক্ষোভ, ‘নিষ্ঠুর’ পুলিশের গুলিতে মৃত ১৩

গৃহযুদ্ধে জ্বলছে পাকিস্তান! সরকারবিরোধী বিক্ষোভ, ‘...

বিক্ষোভ রুখতে নির্মম দমননীতির পথ বেছে নিয়েছে শাহবাজ শরিফের প্রশাসন

মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ আফ্রিকায়, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত ৪২

মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ আফ্রিকায়, নিয়ন্ত্রণ হার...

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ প্রশাসনের