image

রাজ্য / 28 July, 2025

'OBC মামলায় হাইকোর্টের রায় আশ্চর্যজনক', রায় নিয়ে প্রশ্ন খোদ শীর্ষ আদালতের

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ নিয়ে তৈরি হওয়া বিতর্কে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট।  সোমবার শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। 

সূত্রের খবর , গত জুন মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্যের ওবিসি সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল।  যা কার্যকর ছিল ৩১ শে জুলাই পর্যন্ত। সেই আদেশের জেরে রাজ্যের সমস্ত কলেজে ভর্তি পক্রিয়া ও ওবিসি সার্টিফিকেট প্রদান নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়।  এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।  

আর এই সংক্রান্ত বিষয়ে অবশেষে সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় , বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে  শুনানি হয়। শুনানিতে হাইকোর্টের বিচারপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন ,' হাইকোর্ট কিভাবে স্থগিতাদেশ জারি করতে পারে ? এটা সত্যিই আশ্চর্যজনক।  সংরক্ষণ প্রশাসনিক বিভাগের বিষয়, এর জন্য পৃথক আইনের প্রয়োজন নেই।' 

তিনি আরও বলেন ,' ইন্দিরা সাহনী মামলার ঐতিহাসিক রায়ে বলা হয়েছিল যে , সংরক্ষণের সিদ্ধান্ত প্রশাসন নিজেই নিতে পারে। আইনসভার অনুমোদন ছাড়াও।' শীর্ষ আদালত জানিয়েছে , এই মামলার মূল শুনানি শেষ করতে হবে আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে।  সেই পর্যন্ত কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের ওপর সুপ্রিম কোর্টের অন্তর্বতী স্থগিতাদেশ কার্যকর থাকবে।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved.