জনসমক্ষে পরকীয়া ফাঁস ! প্রকাশ্যে বচসা- মারধর
নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - রাস্তায় গাড়ি থামিয়ে তুলকালাম! প্রাক্তন কাউন্সিলরের পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল গুসকরার বাগদিপাড়া এলাকায়। চলে তুমুল বচসা, ধস্তাধস্তি আর থাপ্পড়।এই দৃশ্য দেখতে রীতিমতো ভিড় জমে যায় রাস্তায়।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্ত্রীকে নিয়ে পরকীয়ার সন্দেহে ভুগছিলেন মহিলার স্বামী। রবিবার দুপুরে বাগদিপাড়ার রাস্তায় দামী গাড়িতে এক যুবকের সঙ্গে স্ত্রীকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন তিনি।পথ আটকে শুরু হয় প্রবল বাকবিতণ্ডা, ধাক্কাধক্কি। এরপর সর্বসমক্ষে রাস্তাতেই ওই যুবককে চড়-থাপ্পড় মারেন তিনি। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় যানজট তৈরি হয় এবং জনতা ঘটনাস্থলে ভিড় করেন।
স্থানীয় লোকজন ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করে। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বাড়ি মেমারীতে এবং তিনি বিবাহিত। তাঁর সঙ্গে ওই প্রাক্তন কাউন্সিলরের সম্পর্কের গুঞ্জন বহুদিন ধরেই এলাকায় ঘুরছিল।
ঘটনায় এখনো পর্যন্ত কোনও পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি বলে খবর । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভিড় সরিয়ে দেয়। পরে ওই যুবক মেমারীতে ফিরে যায়। দাম্পত্য জীবনের আট বছরে দম্পতির একটি ছয় বছরের পুত্রসন্তান রয়েছে। প্রাক্তন কাউন্সিলর ওই মহিলা জানান, তিনি স্বামীর সঙ্গে আর এক ছাদের নিচে থাকতে চান না।
প্রাক্তন কাউন্সেলরের এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সিপিআইএম জেলা নেতৃত্ব বিনোদ ঘোষ বলেন, “এটি ব্যক্তিগত বিষয় হলেও, একজন প্রাক্তন জনপ্রতিনিধির নাম জড়ালে সামাজিক দায়বদ্ধতায় আঙুল ওঠে। এমন ঘটনা বাইরে না আসাই ভালো।” অন্যদিকে, বিজেপি জেলা নেতৃত্ব দেবাশীষ সরকার জানান, “সম্পর্ক রাখা বা ভাঙা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে সমাজে যাঁরা জন প্রতিনিধি হিসেবে পরিচিত, তাঁদের আচরণ জনসমক্ষে প্রভাব ফেলে। তাই ব্যক্তিগত সমস্যাগুলিকে প্রকাশ্যে না আনাই শ্রেয়।”