উইম্বলডন, সেট খুঁইয়েও নিখুঁত পরিকল্পনা, আলকারাজকে উড়িয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের শিরোপা সিনারের
নিজস্ব প্রতিনিধি, লন্ডন - অবশেষে নামের পাশে যুক্ত হল 'গ্র্যান্ড স্ল্যামের মালিক'। ফরাসি ওপেনের বদলাই নয়, প্রথমবারের মত গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। গত ফরাসি ওপেনে হারের পুনরাবৃত্তি হতে দেন নি সিনার। বিশ্বের এক নম্বর হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ইতালীয় তারকা। ঘাসের কোর্টেই প্রথম গ্র্যান্ড স্ল্যামের মালিক হলেন তিনি।
গত পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে বাজিমাত করেন আলকারাজ। তবে সেসবের পরোয়া না করে নিজেকে সেরা প্রমাণ করার লড়াইয়ে সকলের মন জিতে নিয়েছেন সিনার। আলকারাজের উইম্বলডন জয়ের হ্যাটট্রিকের আশায় জল ঢেলে দিয়ে তার সামনে থেকে শিরোপা ছিনিয়ে নিয়েছেন। বিশ্বের অন্যতম সেরার বিরুদ্ধে টেনিসের সর্বোচ্চ মঞ্চে নিজেকে তুলে ধরেছেন সিনার। এর থেকে ভাল যে আর কিছুই হতে পারে না। তিন ঘণ্টা চার মিনিটের লড়াইয়ের পর অবশেষে জয়ের হাসি হেসেছেন।
শেষটা ভাল হলেও শুরুটা হয়নি মনের মত। প্রথম সেটে ৪-৬ ব্যাবধানে হেরেছেন সিনার। খেলায় হার জিত আছে অনেকটা তেমনভাবেই সেট খুইয়েছেন। কারণ গোটা ম্যাচে নিখুঁত পরিকল্পনা নিয়েই খেলেছেন। তার গ্রাউন্ডস্ট্রোকের কোনো জবাব ছিল না ৫টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকার কাছে। বেশ কিছু আনফোর্সড এরর করেও নিজের সার্ভিস ধরে রেখেছেন। কোনোভাবেই মনোবল ভাঙতে দেন নি নিজের। দ্বিতীয় সেটে অনবদ্যভাবে ফিরে এসেছেন। এরপরেই স্বাভাবিকের থেকেও বেশি চিৎকার করেন। এখানেই বোঝা যায় উইম্বলডন খেতাবের আবেগ।
দ্বিতীয় সেটে কামব্যাক করেই নিজের ওপর ভরসা বাড়িয়েছেন সিনার। বারংবার নিজের সার্ভিস ধরে রেখে শান্ত মাথায় বিপক্ষকে নাজেহাল করতে পারেন তিনি। এমনই কিছু পরিকল্পনার পরেই দ্বিতীয় সেটে ফিরে আসেন ৬-৪ ব্যাবধানে। শান্ত মাথায় দ্বিতীয় সেট জেতার পরই আলকারাজের ঘাড়ে কামড় বসান তিনি। আগ্রাসী টেনিস খেলতে শুরু করেন। যার জবাব দিতে পারেন নি স্প্যানিশ তারকা। প্রতিপক্ষ ম্যাচে ফিরে আসার চাপ সামাল দিতে পারেন না বহু তারকা। আলকারাজ যে তাদের মধ্যে অন্যতম তা প্রমাণ পাওয়া গিয়েছে উইম্বলডন ফাইনালে।
তৃতীয় গেমে সিনারের তাবড় তাবড় শটের বিরুদ্ধে খেই হারিয়ে ফেলেন স্প্যানিশ তারকা। ৬-৪ ব্যাবধানে সেট হারেন আলকারাজ। এগিয়ে যান সিনার। চতুর্থ সেটেও নিজের ছন্দে বহাল ছিলেন সিনার। ৬-৪ ব্যাবধানে চতুর্থ সেটেও বাজিমাত করেন। প্রতিপক্ষকে আর কোনোভাবেই ঘুরে দাঁড়াতে দেন নি। প্রথম সেটে হারের পর রাজকীয় ভঙ্গিমায় প্রত্যাবর্তন করে শিরোপা জিতে নিয়েছেন সিনার। ইতালীয় তারকার পক্ষে ম্যাচের ফলাফল ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪।