নৈহাটিতে বামেদের ধর্মঘটকে ঘিরে দফায় দফায় অশান্তি, পাল্টা পথে তৃণমূল
নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বামেদের ধর্মঘটকে কেন্দ্র করে দিকে দিকে অশান্তি অব্যাহত। শ্রম কোড বাতিল, মূল্য বৃদ্ধি রোধ, ন্যূনতম বেতন ২৬ হাজার, সম কাজে সম বেতন ইত্যাদি ১০ দফা দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিপিআইএম। সেই ধর্মঘট ঘিরে সকাল থেকে অশান্তির ছবি ধরা পড়েছে। এদিনও নৈহাটিতে ধর্মঘটকে ঘিরে বাম কর্মী ও তৃণমূল কর্মীদের মধ্যে দফায় দফায় খণ্ডযুদ্ধ বাঁধে।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগণার নৈহাটিতে বুধবার জুটমিল, ভাটপাড়া, রিলায়েন্স জুটমিল বন্ধের দাবিতে পথে নামে সিপিআইএম। এমনকি ২২ নম্বর রেলগেট কিছুক্ষন অবরোধ করার চেষ্টা করা হয়। পাল্টা পতাকা নিয়ে মাঠে নামে তৃণমূল কর্মী সমর্থকরা। ফলে বাম কর্মী ও তৃণমূল কর্মীদের মধ্যে দফায় দফায় অশান্তি বাঁধে। এরপর নোয়াপাড়ার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
ঘটনা প্রসঙ্গে সিপিআইএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, "সরকারি সম্পত্তি বেসরকারিকরণ বন্ধ করতে হবে। ৩ মাস আগে নোটিশ দেওয়া হয়েছিল। বিজেপির দালাল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্মঘট তোলার জন্য নিজেদের কর্মীদের নামিয়ে দিয়েছে। তৃণমূল জুটমিল কর্মীদের কথা ভাবে না। জোর করে কর্মীদের দিয়ে কাজ করাচ্ছে। মানুষ ধর্মঘটকে সমর্থন করছে।"
পাল্টা তৃণমূল সভাপতি অশোক দত্ত বলেন, " শ্রম কোডের বিরুদ্ধে মমতা বন্দোপাধ্যায়ের লড়াই আন্দোলন চলছে। সিপিআইএমের ধর্মঘট সম্পূর্ণ অগণতান্ত্রিক, শ্রমিক বিরোধী। স্বেচ্ছায় কাজ করতে চাইলে তাদের কাজ করতে দিতে হবে। এই বনধকে মানুষ সমর্থন করচ্ছে না।