ভারতের ওপর ৫০% শুল্ক চাপালো ট্রাম্প, পাল্টা তোপ দাগলো ভারত
নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - ভারতের উপর ফের শুল্কের কোপ। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করায় আরও ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপাল আমেরিকা। গতকালের ঘোষণার পর আজ বাড়তি শুল্ক চাপালো ট্রাম্প। ট্রাম্পের এই পদক্ষেপকে অযৌক্তিক বলে পাল্টা কটাক্ষ ভারতের।
সূত্রের খবর, বুধবার ট্রাম্পের ঘোষণার পরেই বাণিজ্যিক ও কূটনৈতিক মহলে তৈরি হয় ব্যাপক আলোড়ন। গতকালই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, ভারত এখনও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার পক্ষে দাঁড়িয়ে থাকা মেনে নেওয়া যায় না। আর সেই কারণে ভারতের ওপর আগামী ২৪ ঘন্টার মধ্যে অতিরিক্ত শুল্ক চাপানো হবে। আর সেই মতনই বুধবার ২৫% অতিরিক্ত শুল্ক বসিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, এটা রাশিয়ার প্রতি ভারতের বন্ধুত্বের জন্য শাস্তি।
এই আবহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়া সফরে যাওয়ায় বিষয়টি আরও বেশি স্পর্শকাতর হয়ে ওঠে। জাতীয় স্তর থেকে এই রুশ সফরকে কার্যত আমেরিকার প্রতি ভারতের 'উপেক্ষা' হিসেবেই দেখছে মার্কিন প্রশাসন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার সই করে জানিয়ে দিয়েছেন, নতুন শুল্ক ২১ দিন পর থেকে কার্যকর হবে। এর ফলে এখন মোট ৫০% শুল্ক গুনতে হবে ভারতীয় পণ্যের উপর।
এদিকে, ট্রাম্পের শুল্ক ঘোষণার পরপরই ভারতীয় বিদেশ মন্ত্রক কড়া বিবৃতি দিয়ে জানায়, 'শুধুমাত্র ভারত নয়, রাশিয়া থেকে তেল আমদানি করছে আরও বহু দেশ। অথচ ভারতকেই টার্গেট করে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অন্যায্য। নিজেদের জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ নেবে ভারত।'