image

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা , উত্তাল উত্তর বঙ্গোপসাগর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহর থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ।  যার জেরে  উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে।  পাশাপাশি , ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও দেখা দিয়েছে।  

সূত্রের খবর , একদিকে নিম্নচাপ অপরদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে  মৌসুমী অক্ষরেখা।  আর তার জেরে সকাল থেকেই বৃষ্টিমুখর গোটা শহর।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। বিশেষত কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।  পাশপাশি , আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। একইসঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিও এই দুর্যোগের বাইরে নয়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়াচ্ছে, যার ফলে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টা উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, তাই পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved.