রোমাঞ্চকর চতুর্থ দিন, ৪ উইকেট হারিয়ে টলোমলো স্থিতি ভারতের
নিজস্ব প্রতিনিধি, লর্ডস - ঐতিহাসিক লর্ডস টেস্টে রোমাঞ্চকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে ভারত ও ইংল্যান্ড। শেষ ৫১ রানে তাসের ঘরের মত গুটিয়ে পরা থেকে শুরু করে ৫৮ রানে ৪ উইকেট তুলে নেওয়া। এমনই কান্ড ঘটিয়েছে ব্রিটিশ শিবির। ভারতকে রীতিমত চাপে ফেলে দিয়েই পঞ্চম দিনের প্রস্তুতি নিচ্ছে বেন স্টোকসের দল। ১৯৩ তাড়া করার উদ্দেশ্যে নেমে ৪ উইকেট হারিয়ে ৫৮ রানে ভারত।
১৯৩ রান ঠেকাতে নাছোড়বান্দা হয়ে উঠেছে ইংল্যান্ড। সহজে রান দিতে নারাজ ব্রিটিশ বোলাররা। চতুর্থ দিনে ইংল্যান্ডকে ১৯২ রানেই গুটিয়ে দেয় ভারত। রুট ও স্টোকস ভাল ছন্দে থাকলেও সুইপ মারতে গিয়েই একইভাবে উইকেট দিয়েছেন দুই তারকা। ৪০ এর মাথায় ওয়াশিংটন সুন্দরের শিকার হন তিনি। বেন স্টোকসও লাইনের বল সুইপ মারতে গিয়ে পরে কপাল চাপরান। এছাড়া কোনো ব্যাটারই ভারতীয় বোলারদের সামনে টিকতে পারেন নি।
হ্যারি ব্রুক পাল্টা আক্রমণ করার চেষ্টা করলেও আকাশদ্বীপের শিকার হয়েছেন। উইকেটরক্ষককে সামনে ডেকে বোলিং করেন তিনি। কার্যতই হাত খুলে শট খেলতে পারছিলেন না। এমনই একটি বাইরের বল মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে ক্যাচ আউট হন ব্রুক। ভারতের হয়ে ৪টি মুল্যবান উইকেট তুলেছেন ওয়াশিংটন সুন্দর। ২টি করে উইকেট নেন সিরাজ ও বুমরা। ১টি করে উইকেট নিজের নামে লিখিয়েছেন আকাশদ্বীপ ও নীতিশ কুমার রেড্ডি।
১৯৩ রানের সহজ লক্ষ্যে পৌঁছানো ভারতীয় ব্যাটিং লাইনআপের কাছে বড় ব্যাপার নয়। তবে প্রতিপক্ষ ইংল্যান্ড। লর্ডসের মাঠে অন্য ম্যাচের তুলনায় গরম থাকে আবহাওয়া। ভারতের দ্বিতীয় ইনিংসেও দেখা যায় এমনই চিত্র। অফ স্টাম্পের বাইরের বল পুল মারতে গিয়ে আর্চারকে উইকেট ছুঁড়ে দেন যশস্বী জসওয়াল। এরপর পিচে সময় কাটানোর পরেও উইকেট লাইনের বল জাজমেন্ট দিতে গিয়ে এলবিডব্লিউ হন করুন নায়ার। ম্যাচের গুরুত্বপুর্ণ সময় এহেন ভুল জাজমেন্টের পরেই ধারাভাষ্যকারদের টিপ্পনীর শিকার হন তিনি।
নায়ার আউট হওয়ার পরেই পিচে আসেন দুরন্ত ছন্দে থাকা শুভমন গিল। তবে ইংল্যান্ড অধিনায়ক খুবই তাড়াতাড়ি তাকে সাজঘরের রাস্তা দেখান। আউট হওয়ার কিছুক্ষণ আগেই এলবিডব্লিউ থেকে বেঁচেছিলেন তিনি। এর কিচ্ছুক্ষণের মধ্যেই আবারও স্টাম লাইনের বল দেরি করে খেলায় এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। দর্শকদের তাঁতানো শুরু করে দেন জো রুট।খেলার বাকি ছিল প্রায় ৩-৪ ওভার। বল করার পরেই রান আপের জন্য দৌড়ে দৌড়ে যান বেন স্টোকস। কম সময়ের মধ্যে আরও বেশি ওভার করতে চাইছিল ইংল্যান্ড। তুলতে চাইছিল আরও উইকেট।
শুভমন আউট হওয়ায় নাইট ওয়াচম্যান নামায় ভারত। আকাশদ্বীপ আসেন ক্রিজে। রাহুল প্রথমে দুই রান নিয়ে আকাশদ্বীপকে স্ট্রাইকের বাইরে রাখলেও পরে নিজের উইকেটের সম্মান দিয়েছেন। বুঝতে পেরেছেন রাহুলকে বাঁচানোর জন্যই নামানো হয়েছে তাকে। এরপর ভারতীয় বোলার রান নিতে অনিচ্ছা প্রকাশ করায় তাকে দৌড়াতে বলেন রাহুল। তবে কিছুক্ষণের মধ্যেই স্টোকসের বল বুঝতে না পেরে বোল্ড হন আকাশদ্বীপ। কাজে এল না নাইট ওয়াচম্যান কৌশল। উল্টে ১ উইকেট হারালো ভারত।আকাশদ্বীপের আউটের পরেই চতুর্থ দিনের শেষ ঘোষণা করে ম্যাচ আম্পায়ার।
রাহুল ক্রিজে অপরাজিত থাকলেও একটি উইকেট হারালো ভারত। তবে এই উইকেট হতে পারত কোনো ব্যাটারের। সেই ভেবে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন শুভমনরা। শেষ দিনে গভীর ব্যাটিং অর্ডার রয়েছে ভারতের। প্রথম এক ঘণ্টায় আরও দুই উইকেট চাইবে ইংল্যান্ড। অন্যদিকে ভারত চাইবে ইংল্যান্ডকে থামিয়ে দিয়ে মন্থর ক্রিকেট খেলতে। কি হবে শেষ দিন? কে করবে বাজিমাত? ধৈর্য না আগ্রাসন, জয় হবে কিসের? উত্তর মিলবে লর্ডসেই।