খাস কলকাতার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - কসবায় শিক্ষা প্রতিষ্ঠানে ফের নৃশংস ঘটনা। কসবার একটি ল-কলেজের ছাত্রীকে ক্যাম্পাসের মধ্যেই গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার কসবায় একটি নামী ল-কলেজে। অভিযোগকারিণী ছাত্রী জানান, কলেজ চত্বরেই তাঁকে তিনজন মিলে গণধর্ষণ করেছে। অভিযুক্তদের মধ্যে একজন কলেজের প্রাক্তনী, বাকি দু’জন বর্তমানে সেখানকার পড়ুয়া। কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই ছাত্রী। অভিযোগ পাওয়ার পরই পুলিশ সক্রিয় হয়।
কসবা থানার পুলিশ আধিকারিকরা তদন্তে নেমে প্রথমে ভিকটিমের মেডিক্যাল পরীক্ষা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে সম্পন্ন করেন। এরপরেই পুলিশ আধিকারিকরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নেন। প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কসবার তালবাগান এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে মূল অভিযুক্ত প্রাক্তনীকেও আটক করে পুলিশ।
গোটা ঘটনার আরও গভীরে পৌঁছতে পুলিশ তদন্ত চালাচ্ছে। পাশপাশি, কলেজ চত্বরে এরম ঘটনা কিভাবে ঘটল সেই নিয়ে কলেজ কতৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন পুলিশ আধিকারিকরা। আজ নমুনা সংগ্রহের জন্য ফরেনসিকের বিশেষ দল কলেজে যায়। অভিযুক্তদের শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয়।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে এই ধরনের ঘটনা শুধু আইনশৃঙ্খলার প্রশ্নই তোলে না, বরং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় আশঙ্কা তৈরি করে। কলেজে সমস্ত পড়ুয়া উপস্থিত থাকার পরেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটল সেই বিষয়ে তদন্তের পাশাপশি কলেজের পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কসবা থানার পুলিশ।