"যারা মারলেন, তারাই FIR করলেন" — বিধানসভায় তীব্র প্রতিক্রিয়া মমতার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সোমবার বিধানসভায় হওয়া ঘটনার জেরে মঙ্গলবার উত্তাল হয়ে উঠে রাজ্য রাজনীতি। আহত নিরাপত্তা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে যান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিধানসভায় এভাবে অপ্রীতিকর পরিস্থিতি কাম্য নয় বলেও জানান তিনি।
সূত্রের খবর, সোমবার বিধানসভার অধিবেশনে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। চার বিজেপি বিধায়ক মনোজ ওরাও, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল, এবং শঙ্কর ঘোষকে অসংসদীয় কার্যকলাপের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়। তাঁদের মার্শালের সাহায্যে বাইরে বের করে দিতে গেলে বাধা দেন অন্যান্য বিজেপি বিধায়করা। ঘটে ধাক্কাধাক্কি, যার ফলে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হন।
আজ মঙ্গলবার বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত কর্মীদের সঙ্গে দেখা করেন। তাদের চিকিৎসার বিষয়েও খোঁজ নেন তিনি। এরপরেই বিজেপিকে আক্রমণ করে বলেন,"আপনারা মারধর করবেন, তারপর FIR করবেন এটা হতে পারে না।"
পাশাপশি, বিধানসভার অধ্যক্ষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "আপনি নিজে একজন অভিজ্ঞ আইনজীবী, আপনি যে সিদ্ধান্ত নেবেন তা সঠিক হবে বলে বিশ্বাস করি।" তিনি আরও বলেন, "সিঙ্গুর আন্দোলনের সময় আমার দলের বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিল। কিন্তু আপনাকে বেতন কাটার কথা বলছি না। কিন্তু সবটা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেবেন এটাই আশা করবো।"
এই মর্মে বিধানসভার অধ্যক্ষ আশ্বাস দেন," সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে সকলের সমস্ত অভিযোগের তদন্ত হবে।"বিধানসভায় এই ধরণের ঘটনার রাজনীতির পরিসরে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিধানসভায় বারবার এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি গণতন্ত্রের দিকেও প্রশ্ন তুলছে।