চূড়ান্ত ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো
নিজস্ব প্রতিনিধি, ফিলাডেলফিয়া - বৃহস্পতিবার চূড়ান্ত হল ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো। এদিনই নিজেদের জায়গা পাকা করে নিল রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি। অন্যদিকে হেরেও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে প্রি কোয়ার্টার ফাইনালে নিশ্চিত জুভেন্টাস। শনিবার থেকে যুদ্ধ শুরু কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করার।
সালসবুর্গের বিরুদ্ধে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গোল করেছেন ভিনিসিয়স জুনিয়র, ফেদেরিকো ভালভার্দে ও গঞ্জালো গার্সিয়া। অন্যদিকে জুভেন্টাসকে দাপটের সঙ্গে হারায় ম্যান সিটি। সিটির হয়ে গোল করেছেন জেরেমি ডোকু, এর্লিং হালান্ড, ফিল ফোডেন এবং সাভিনহো। একটি আত্মঘাতী গোল করেন পিয়েরে কালুলু। জুভেন্টাসের হয়ে দুটি গোল শোধ করেন টিউন কুপমেইনার্স এবং দুসান ভ্লাহোভিচ। এছাড়াও পাচুয়ার বিরুদ্ধে জয় ছিনিয়েছে আল হিলাল।
এদিন জিতেও প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে আল আইন। গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে তারা। এর আগেই নিজেদের জায়গা পাকা করেছে চেলসি, বায়ার্ন, পিএসজি, ডর্টমুন্ড, ইন্টারের মত ইউরোপের অন্যতম সেরা দলগুলি। তবে রাস্তা এখনও অনেক দূর। সবে তো শেষ ষোলো।
এক নজরে দেখে নেওয়া যাক ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বৈরথ -
১. পালমেইরাস বনাম বোটাফেগো(শনিবার)
২. বেনফিকা বনাম চেলসি(রবিবার)
৩. পিএসজি বনাম ইন্টার মায়ামি(রবিবার)
৪. ফ্ল্যামেঙ্গো বনাম বায়ার্ন মিউনিখ(সোমবার)
৫. ইন্টার মিলান বনাম ফ্লুমিনেসে(মঙ্গলবার)
৬. ম্যানচেস্টার সিটি বনাম আল হিলাল(মঙ্গলবার)
৭. রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস(বুধবার)
৮. ডর্টমুন্ড বনাম মন্টেরে(বুধবার)