কাটোয়ার ভয়াবহ বিস্ফোরণ মৃত ১ আহত ৩
নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - কাটোয়ার রাজৌয়া গ্রামে শুক্রবার রাতে কিছু সময়ের ব্যবধানে দুটি ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়ির চাল উড়ে যায় , ভেঙে পড়ে বাড়ির দেওয়ালের একাংশ। বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে।
সূত্রের খবর , শুক্রবার রাত ৮ টা ১৫ মিনিট নাগাদ কাটোয়ার রাজৌয়া গ্রামে কয়েক সেকেন্ডের ব্যবধানে পর পর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে একাধিক বাড়ির চাল উড়ে যায়। শুধু তাই নয় , বিস্ফোরণের আঘাতে মৃত্যু হয় ১ জনের , আহত হয় ৩ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় , মৃত ব্যক্তির নাম বরকত শেখ তিনি বীরভূমের নানুরের বাসিন্দা। ঘটনায় আহত ৩ জন আশঙ্কাজনক অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই ঘটনার সঙ্গে স্থানীয় কুখ্যাত দুষ্কৃতী তুফান চৌধুরী জড়িত। তবে দুর্ঘটনায় তুফান নিজেও জখম হয়ে চিকিৎসাধীন। পুলিশে সূত্রে জানা যায় , তুফান চৌধুরী একজন দাগি দুষ্কৃতী। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতি-সহ একাধিক মামলা রয়েছে। মাত্র ১০ দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিলেন। লম্বু শেখের পরিত্যক্ত বাড়িতে বাইরে থেকে লোক এনে বোমা তৈরির কাজ করাচ্ছিলেন। সেই সময়ই আচমকা দুর্ঘটনাবশত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে ফরেনসিক বাহিনী পৌঁছে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণে যে উপাদান ব্যবহার করা হয়েছিল, তা কোথা থেকে আনা হয়েছে, আর কারা জড়িত এই সমস্ত কিছুই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।