কসবা কাণ্ডে শিক্ষার্থীদের প্রতিবাদ, সাত দফা দাবি পেশ ল’ কলেজে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় উত্তাল পুরো রাজ্য। এবার সেই ঘটনায় সরব হলেন কলেজের ছাত্রছাত্রীরা নিজেরাই। সোমবার কলেজে সাংবাদিক সম্মেলন করে একগুচ্ছ দাবি পেশ করলেন কলেজ পড়ুয়ারা। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে তারা ঐক্যবদ্ধ।
সূত্রের খবর, কসবা কাণ্ডে আজ প্রতিবাদে নামে সাউথ ক্যালকাটা ল কলেজের আইনি পড়ুয়ারা। ঘটনার জেরে কলেজ বন্ধ থাকার পরেও তারা কলেজে সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে ছাত্রছাত্রীরা জানান, "ঘটনায় আমরা স্তব্ধ, ক্ষুব্ধ ও গভীরভাবে ব্যথিত।" তাঁরা স্পষ্ট করেন, এই প্রতিবাদ কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে কারণেই তাঁরা পথে নেমেছেন।
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মোট ৭ দফার প্রস্তাব রাখা হয়। যেগুলি হল - ১. অভিযুক্তদের অবিলম্বে বরখাস্ত এবং কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছে তা সকল ছাত্রছাত্রীকে জানাতে হবে, ২. যৌন হয়রানির জন্য পৃথক সেল গঠন, যেখানে ছাত্রীরা নিশ্চিন্তে অভিযোগ জানাতে পারবেন।, ৩. সিসিটিভি ক্যামেরা বসানো ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে এবং তা ২৪/৭ চালু রাখা। ৪. নারী নিরাপত্তাকর্মী নিয়োগ, যাতে অন্তত ৩০% নিরাপত্তারক্ষী মহিলা হন এবং সংবেদনশীল হয়। ৫. আইডি কার্ড চেক ছাড়া প্রবেশ নিষিদ্ধ, গার্ডদের দায়িত্ব পালনে আরও সতর্কতা। ৬. বিকেল ৪টার পর কলেজে প্রবেশ নিষিদ্ধ, সেই সময়ের পর কোনও শিক্ষার্থী বা বহিরাগত প্রবেশ করতে পারবেন না। ৭. স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো, যা সহজেই ব্যবহারযোগ্য হবে সব ছাত্রীদের জন্য।
এছাড়াও, ছাত্রছাত্রীরা স্পষ্ট জানান, " আমরাও ভাইস প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দিতে এসেছি। ঘটনার পর থেকে আমরা একদমই নিরাপদ অনুভব করছি না। আমাদের যে নিরাপত্তা দরকার সেই বিষয়ে আমরা কিছু দাবি নিয়ে এসেছি। আমরা চাই প্রিন্সিপাল আমাদের দাবিগুলো শুনুক এবং অবিলম্বে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুক। পড়াশোনা ছাড়া আমাদের কলেজে সবকিছুই হচ্ছে।"
তাঁরা আরও অভিযোগ করেন, উপাধ্যক্ষ বা কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে দেখা করতে চাননি। বহুবার ফোন করেও যোগাযোগ করা যায়নি। তাই শান্তিপূর্ণভাবে কলেজ প্রশাসনের কাছে দাবি জানাতে এসেছেন তারা। প্রয়োজনে উচ্চতর কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন।