বারাসাতে শুভেন্দুর মিছিলে জয় বাংলা স্লোগান , তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি
নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিরোধী দলনেতার নারী সুরক্ষা যাত্রা ঘিরে ছড়াল চরম উত্তেজনা। নারী সুরক্ষা যাত্রা চলাকালীন হঠাৎই শুরু হয় হাতাহাতি ও বিশৃঙ্খলা। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বারাসাতের চাঁপাডালি মোড়।
সূত্রের খবর, বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত হয় নারী সুরক্ষা যাত্রা। বারাসাতের চাঁপাডালি মোড় থেকে শুরু হয় এই মিছিল। মিছিল যখন আইএনটিইউসি পার্টি অফিসের সামনে এসে পৌঁছায়, সেই সময় পার্টি অফিস থেকে তৃণমূল ঘনিষ্ঠ আইএনটিইউসি সমর্থকেরা স্লোগান দেন বিজেপির বিরুদ্ধে। এরপরই দুই দলের মধ্যে শুরু হয় প্রবল বাকবিতণ্ডা ও হাতাহাতি।
নিমেষের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। একাধিক বাইক উলটে পড়ে যায় রাস্তায়, শুরু হয় জুতো ছোড়াছুড়ি, ধাক্কাধাক্কি, পার্টি অফিসের সামনে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপির অভিযোগ, কোচবিহারে যেটা করতে পারেনি সেটা বারাসাতে করতে চাইছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর ওপরও হামলা চালানোর চেষ্টা করা হয় অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের একাংশের। ঘটনাস্থলে থাকা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।
ঘটনা প্রসঙ্গ বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, 'তৃণমূল এই নারী সুরক্ষা যাত্রাতে আক্রমণ করে বুঝিয়ে দিল ওরা নারী বিরোধী। আমাদের আন্দোলন সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছিল। কিন্তু পুলিশের সামনে আমাদের মিছিলে ইট ছুঁড়তে থাকে। এমনকি, বিরোধী নেতার ওপরেও আক্রমণ চালানো হয়।'
পুলিশের ভূমিকা নিয়ে তাদের অভিযোগ, 'পুলিশের সামনে দাঁড়িয়ে আক্রমণ চালিয়েছে পুলিশ কিছু করেনি। অনুব্রত মণ্ডল পুলিশকে গালাগাল দেওয়ার পরেও ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে বর্তমান পুলিশের অবস্থা।'