মহাকুম্ভে পুণ্যস্নান সীতারমণ-রাম মনোহর নাইডুর
নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ – দীর্ঘ ১৪৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন কোটি কোটি পুণ্যার্থী। এবার সপরিবারে আস্থার ডুব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এছাড়া পুণ্যস্নান করেছেন বিজেপি বিধায়ক তেজস্বী সূর্য, কেন্দ্রীয়মন্ত্রী রাম মনোহর নাইডু, শিব সেনা শ্রীকান্ত শিণ্ডে প্রমুখ।
আস্থার ডুব দিয়ে নির্মলা সীতারমণ বলেন, “সনাতন ধর্মের গভীর মুহূর্ত।“ তেজস্বী সূর্য জানান, “মহাকুম্ভ হল ভারতের একতার আবেগ।” পুণ্যস্নান করে রাম মনোহর নাইডু জানান, “কুম্ভে স্নান ভারতের পরম্পরা।“ শিব সেনা শ্রীকান্ত শিণ্ডে বলেন, “১৪৪ বছরের তিথি। জীবনে একবারই সম্ভব।“
এর আগে মহাকুম্ভে সঙ্গমে ডুব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ধনকুবের আম্বানি, সন্ন্যাসী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, বিবেক ওবেরয়, ভিকি কৌশল, বিখ্যাত ড্রামার শিবমণি, মনোবিদ সুহানি শাহ, পঙ্কজ ত্রিপাঠী, সুনীল শেঠি, অনুপম খের, কোরিওগ্রাফার রেমো ডি’সুজা, আদা শর্মা, গুরু রনধাওয়া, সস্ত্রীক মিলিন্দ সোমান, পুনম পাণ্ডে, কমেডিয়ান সুনীল গ্রোভার সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী।