image

রাজ্য / 18 July, 2025

সিকিম , ভারতের প্রথম শতভাগ জৈব রাজ্য । কেমন ছিল এই যাত্রা পথ

নিজস্ব প্রতিনিধি ,গ্যাংটক -  যখন ভারতের অন্যান্য পাহাড়ি পর্যটন অঞ্চলগুলি দূষণ সমস্যা জর্জরিত। তখন হিমালয়ের কোলে অবস্থিত এক ছোট্ট পাহাড়ি রাজ্য সিকিম , নিজে উদ্যোগে প্লাস্টিক মুক্ত বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে  তা সত্যিই প্রশংসা দাবি রাখে। সঠিক পরিকল্পনা ও সরকারি উদ্যোগের ফলে সিকিম আজ ভারতের প্রথম এবং একমাত্র শতভাগ জৈব রাজ্য।  বলা বাহুল্য এই মাইল ফলক রাতারাতি অর্জন করা হয়নি এর জন্য ছিল দীর্ঘ পরিকল্পনা ও প্রস্তুতি । 

হিমালয়ের কোলে ছবির মত সুন্দর স্থান হলো সিকিম । পশ্চিমবঙ্গের প্রতিবেশী এই রাজ্যটি উত্তর দিকে তিব্বত,  পূর্বে ভুটান ও পশ্চিমে নেপাল।  স্বভাবতই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটকের গন্তব্যস্থল হল সিকিম।   সিকিমের অর্থ আমদানি প্রধান উৎসই ছিল এই পর্যটন শিল্প।  ৯০ দশকে শেষের দিকে সিকিম সরকার পর্যটন শিল্প থেকে উৎপন্ন বর্জ্য ব্যবস্থাপনার জন্য চিন্তাভাবনা শুরু করে। যার ফলস্বরূপ ১৯৯৮ সালে সিকিমে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হয় । সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি উদ্যোগে প্রচারের ব্যবস্থা করা হয়। যার ফলে আজও আমরা সিকিমে পুনর্ব্যবহার যোগ্য পরিবেশবান্ধব ব্যাগ দেখতে পাই।  ২০১৬ সালে সিকিম সরকার দুটি বড় সিদ্ধান্ত নেয় , সরকারি অফিস এবং সরকারি অনুষ্ঠানে প্লাস্টিক বোতলজাত পানীয় জলের ব্যবহার নিষিদ্ধ করে, প্লাস্টিক দূষণ কমাতে সমগ্র রাজ্যে  থার্মোকলের প্লেট ব্যবহার নিষিদ্ধ করা হয়। থার্মোকলের জায়গায় সুপারি গাছের পাতা দিয়ে বানানো প্লেট কাগজ দিয়ে বানানো প্লেট বিকল্পগুলি বর্তমানে ব্যবহার করা হচ্ছে।  পর্যটন শিল্পের উপর নির্ভরশীল সিকিমের জন্য প্লাস্টিকের বোতল খুব বড় একটা সমস্যা , সেই সমাধানে  ২০২২ সালে সরকার আরেকটি নিয়ম এনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল পুরোপুরি নিষিদ্ধ করা হয় ।  তার বদলে বাঁশ দিয়ে তৈরি পরিবেশ বান্ধব বোতল উৎপাদন করা হচ্ছে এবং তা পর্যটকদের  নিতে উৎসাহিত করা হচ্ছে।

 ২০০৩ সালে সিকিমের তৎকালীন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং একটি ঘোষণা করেছিলেন । আগামী কয়েক বছরের মধ্যেই সিকিমের কৃষি ১০০% জৈব হয়ে উঠবে। বলাবাহুল্য সাধারণ কৃষি কাজে প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় , যা সিকিমের জীব বৈচিত্র্যের জন্য অত্যন্ত বিপদজনক।  প্রকল্পটি বাস্তবায়নে সরকারি প্রচেষ্টা সত্ত্বেও সাধারণ মানুষের কাছে অতটা গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। তাই ২০১০ সালে সিকিম সরকার একটি জৈব মিশন চালু করে । এই মিশনের আওতায় প্রাথমিকভাবে ৭৫০ এর উপর কৃষি কর্মকর্তাকে জৈব চাষের প্রশিক্ষণ দেয়া হয়। এর পরবর্তী পর্যায়ে গ্রামে গিয়ে বিভিন্ন কর্মশালার আয়োজন করে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়। গ্রামে গ্রামে কম্পোস্ট পিট এবং ভার্মি কম্পোস্ট ইউনিট তৈরি করতে জোর দেওয়া হয়  ।  এই  সরকারি উদ্যোগের ফলে ২০১৫ সালের মধ্যে সিকিমের ৭৫ হাজার হেক্টর কৃষি জমিতে জৈব উপায়ে চাষ করা শুরু হয় ।  
২০১৬ সালে সরকারিভাবে সিকিম নিজেকে ভারতের প্রথম জৈব রাজ্য হিসেবে ঘোষণা করে । 

সিকিমের এই পদক্ষেপ অন্যান্য রাজ্য এবং দেশগুলির জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। আজ সিকিম কেবল ভারত নয়, সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ বসবাসযোগ্য স্থান গুলির মধ্যে অন্যতম।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved.