কসবা গণধর্ষণকান্ডে SIT গঠন, তদন্তে নামল বিশেষ দল
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - কসবা ল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ানোর পর, তদন্তে গতি আনতে কলকাতা পুলিশ গঠন করল বিশেষ তদন্তকারী দল। পাঁচ সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন পুলিশ কমিশনার। ইতিমধ্যেই তদন্তে নড়ে চড়ে বসেছে তদন্তকারি দল।
সূত্রের খবর, গত বুধবার সন্ধ্যায় কসবার ল কলেজের গার্ড রুমে এক ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠে। নির্যাতিতা ছাত্রীর অভিযোগ অনুযায়ী, তিনজন মিলে তাঁকে ধর্ষণ করে এবং হুমকি দেয় কাউকে কিছু না বলতে। এরপরেই বৃহস্পতিবার রাতে তিনি কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর প্রথমেই পুলিশ দুজনকে গ্রেফতার করে, পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্তকেও গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়। অভিযোগ, ঘটনার সময় সে ডিউটিতে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।
কলকাতা পুলিশের তরফে দ্রুত তদন্তে গতি আনতেই গঠন করা হয়েছে ৫ সদস্যের SIT। এই কমিটির নেতৃত্বে আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপকুমার ঘোষাল। SIT ইতিমধ্যেই নির্যাতিতা ও তাঁর পরিবারের গোপন জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া শুরু করেছে।
এছাড়াও, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে এবং তা নির্যাতিতার বয়ানের সঙ্গে মেলানো হচ্ছে, যাতে ঘটনার সত্যতা নির্দিষ্টভাবে প্রমাণ করা যায়।