কিডজি বরানগর-এ রথযাত্রার আনন্দ উৎসব: ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকের মিলনমেলা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা -
২০২৫ সালের রথযাত্রা উপলক্ষে এক মনোজ্ঞ ও হৃদয়স্পর্শী অনুষ্ঠান আয়োজিত হল কিডজি বরানগর শাখায়। Nursery, Junior KG ও Senior KG বিভাগের খুদে পড়ুয়াদের অংশগ্রহণে এই রথযাত্রা এক অন্যরকম পারিবারিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের চিত্র তুলে ধরল।
বিদ্যালয় প্রাঙ্গণ থেকে টবিন রোড পর্যন্ত রথ টেনে নিয়ে যাওয়ার এই আয়োজনে ছিলেন ছাত্রছাত্রীদের মা-বাবা, স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, সহ-শিক্ষিকা ও সহায়ক কর্মীরাও। বাচ্চারা ঐদিন পরেছিল তাদের প্রিয় স্কুল ইউনিফর্ম, আর শিক্ষক-শিক্ষিকারা পরেছিলেন রঙিন, সুন্দর পোশাক। অনুষ্ঠানজুড়ে ছিল উজ্জ্বলতা, উচ্ছ্বাস আর শিশুর নির্ভেজাল হাসি।
বিদ্যালয়ের প্রিন্সিপাল প্রিয়াঙ্কা ম্যাম বলেন –
"রথযাত্রা আমাদের ঐতিহ্যের প্রতীক। শিশুরা যখন এইসব উৎসবে অংশ নেয়, তখন তাদের মধ্যে সামাজিকতা, ভ্রাতৃত্ববোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা গড়ে ওঠে। আজকের এই দৃশ্য দেখে আমি অভিভূত। শিক্ষক, অভিভাবক আর খুদে পড়ুয়াদের এই সংযুক্তি সত্যিই অসাধারণ।"
Junior KG-র ক্লাস টিচার নবানিতা ম্যাম বলেন –
"আমাদের ছোট্ট ছাত্রছাত্রীদের মুখে আজ যে আনন্দ দেখেছি, তা ভাষায় প্রকাশ করা যায় না। এই ধরণের অনুষ্ঠান শুধু আনন্দ দেয় না, শিক্ষা দেয় ভালোবাসা, সহযোগিতা ও সংস্কৃতির মর্ম বুঝতে। আমরা খুব গর্বিত এই পরিবারের অংশ হতে পেরে!শুধু পাঠ্যপুস্তক নয়, আমাদের স্কুলে আমরা বাচ্চাদের মূল্যবোধ, ঐতিহ্য এবং সমাজে মিলেমিশে চলার পাঠ দিয়ে থাকি। আজকের রথযাত্রা তারই একটি বাস্তব উদাহরণ। যেভাবে মা-বাবা, শিক্ষক-শিক্ষিকারা মিলেমিশে শিশুদের সঙ্গে আনন্দে রথ টেনেছেন, তা এক কথায় অনন্য।"
অনুষ্ঠানে সমস্ত ক্লাসের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন এবং সকলে মিলে শিশুদের উৎসাহিত করেছেন। রথযাত্রা শেষে শিশুদের জন্য ছিল প্রসাদ বিতরণ। বাচ্চারা হাসিমুখে প্রসাদ খেয়ে, আনন্দের স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যায়।
এই রথযাত্রা যেন এক মিলনমেলা, যেখানে ছোট্ট শিশুরা শিখল ঐতিহ্যকে ভালোবাসতে, আর বড়রা দেখলেন পরবর্তী প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনার অঙ্কুর। কিডজি বরানগরের এই রথযাত্রা নিঃসন্দেহে বছরের একটি বিশেষ দিন হয়ে থাকল সকলের হৃদয়ে।এই ধরনের উদ্যোগ শুধু একটি উৎসব নয়, বরং শিশুদের মনের মধ্যে আমাদের সংস্কৃতিকে ভালবাসার এবং সম্মান করার বীজ বপন করে,এমনটাই মনে করেন শিক্ষক-শিক্ষিকারা।
এক কথায়, কিডজি বরানগর-এর রথযাত্রা ছিল ভক্তি, ঐক্য এবং আনন্দের এক অপূর্ব নিদর্শন।