আরসিবি-পিঙ্ক আর্মি মহারণ, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, জয়পুর - রবিবার বিকেলে আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত ৫ টি ম্যাচ খেলেছে আরসিবি। এর মধ্যে ৩ টি ম্যাচে জয় পেয়েছে তাঁরা। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ২ ম্যাচে জিতেছে রাজস্থান।
আরসিবির অধিনায়কের দায়িত্বে রজত পাতিদার। আরসিবির হয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে নাইটদের বিরুদ্ধে তাণ্ডব চালানো ফিল সল্ট ও রজত পাতিদারকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে লেগ স্পিনার সূয়াশ শর্মাকে। অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারও রয়েছেন। যদিও প্রথম ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি।
রাজস্থান রয়্যালসের একটা নেতিবাচক দিক হল ফিল্ডিং। প্রায় প্রতি ম্যাচে একাধিক সহজ ক্যাচ মিস করছেন ফিল্ডাররা। তবে পজিটিভ দিক একমাত্র ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনের বড় রান এবং লোয়ার অর্ডারে ধ্রুব জুরেলের ঝোড়ো ইনিংস। তাঁদের সঙ্গ দিচ্ছেন কখনও রিয়ান পরাগ আবার কখনও নীতীশ রানা। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ –
বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রুনাল পান্ডিয়া, জীতেশ শর্মা, টিম ডেভিড, সূয়াশ শর্মা, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ -
যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন (অধিনায়ক), ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, সন্দীপ শর্মা