৫৭ বছর পর ঐতিহাসিক সফরে আর্জেন্টিনায় প্রধানমন্ত্রী মোদি
নিজস্ব প্রতিনিধি , আর্জেন্টিনা - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সন্ধ্যায় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে পৌঁছেছেন। এটি শুধুমাত্র তাঁর পাঁচ দেশের সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ নয়, বরং ৫৭ বছরের মধ্যে প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা সফর, যা এই সফরকে ঐতিহাসিক করে তুলেছে।
সূত্রের খবর, ত্রিনিদাদ ও টোবাগো সফর শেষ করে আগামী দুদিন প্রধানমন্ত্রী আর্জেন্টিনার সফরে থাকছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর আর্জেন্টিনার তরফ থেকে প্রধানমন্ত্রীকে রাজকীয় সম্মানে অভ্যর্থনা জানানো হয়। এই সফর নিয়ে প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লেখেন, " আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বুয়েনস আইরেসে এসেছি। রাষ্ট্রপতি জাভিয়ের মিলের সঙ্গে বিস্তারিত আলোচনা করার অপেক্ষায় আছি।"
ভারত ও আর্জেন্টিনার মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন ইতিমধ্যেই রয়েছে। যোগব্যায়াম, আয়ুর্বেদ এবং ভারতীয় দর্শন আর্জেন্টিনায় অত্যন্ত জনপ্রিয়। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে সবকিছুর পাশাপাশি কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও ওষুধ, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি ও খাদ্য নিরাপত্তা, সবুজ শক্তি, ডিজিটাল উদ্ভাবন, শিক্ষা ও জনসংযোগ-এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে নতুন দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।