ক্রমাগত বৃষ্টিতে বিধ্বস্ত ওড়িশা, জলের তলার ৬০ টির বেশি গ্রাম।
নিজস্ব প্রতিনিধি, ভুবেনেশ্বর – একটানা বৃষ্টি পরিস্থিতিতে ওড়িশার একাধিক গ্রাম বিশেষত বালাসোর, ময়ূরভঞ্জ, জাজপুর সহ একাধিক জেলাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বন্যার কারণে দুজন মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। আশঙ্কারবাণী শুনিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৭ দিন পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে।
সুত্রের খবর, বালাসোরে বন্যার কারণে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দমকল ও জরুরি পরিষেবা কর্মীরা ভোগরাই ব্লকের বছর ৯০ কুসুদা গ্রামের দিবাকর গিরি নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে। অন্যদিকে ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স দলের সদস্যরা জানিয়েছেন তারা রাকেশ সিংয়ের মৃতদেহ উদ্ধার করেছেন।
ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্সের এক কর্মকর্তা জানিয়েছেন, নিম্নচাপের ফলে ভারী বৃষ্টিপাতে বালাসোরের উত্তরাঞ্চলের প্রায় ৬০টি গ্রামের রাস্তাঘাট ও মাঠ জলে ডুবে যাওয়ার ফলে সাধারণ মানুষ সমস্যায় ভুগছে। বন্যায় ফলে অনেক রাস্তাঘাট, সেতু কালভার্ট ভেসে গেছে।
বালাসোর জেলা প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে, ওডিআরএএফ সহ এনডিআরএফের দলকে মোতায়েন করা হয়েছে। বন্যার কারণে ত্রাণ কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ এখন পর্যন্ত ময়ূরভঞ্জ জেলায় তাদের নিজ বাড়িতে ফিরেছেন কারণ পরিস্থিতির যথাযথ উন্নতি হয়েছে। আবার নিম্নচাপের কারণে রাতভর বৃষ্টিপাতে কোরাপুট জেলায় স্বাভাবিক জীবনযাত্রাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওড়িশার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, ‘বন্যার কারণে ফসল, ঘরবাড়ি এবং অন্যান্য ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে এবং সাত দিনের মধ্যে তার ভিত্তিতে একটি রির্পোট তৈরি করা হবে’।