"চাওয়ালা থেকে এখন সিঁদুর বেচ্ছেন" প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উত্তরবঙ্গ সফর ও জনসভা ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে। এই প্রেক্ষিতে নবান্নে সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির রাজনৈতিক বার্তা ও ‘অপারেশন সিঁদুর’ নাম নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বঙ্গ সফরে এসে আলিপুরদুয়ার সভা থেকে প্রধানমন্ত্রী রাজ্য সরকারকে নিশানা করে নানা মন্তব্য করেন। আর তারই মন্তব্যের পাল্টা জবাবে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, " অপারেশন সিঁদুর নাম দিয়েছে কেন্দ্র। রাজনীতি করার জন্যই এই ধরনের নাম দিয়েছে। রাজনীতির হোলি খেলতে এসেছেন তিনি।"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "নির্বাচনের আগে বাংলাদেশে উনি কুৎসা ছড়াচ্ছেন। সিঁদুর বেঁচে বেড়াচ্ছেন তিনি। উনি আগে বলতেন, আমি চাওয়ালা। পরে হলেন পাহারাদার। এখন এসেছেন সিঁদুর বেচতে! মা-বোনেদের সিঁদুর এভাবে বেচা যায় না।"
প্রধানমন্ত্রীর সভায় অসম থেকে লোক নিয়ে আসা হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, " উত্তরবঙ্গের মানুষ ওনাকে চিনে গেছেন, তাই বাইরে থেকে লোক আনতে হয়েছে। মানুষের বিশ্বাস উঠে গেছে ওনার ওপর থেকে।"
‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে মমতা বলেন, " বাংলা ও অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিরা যখন বাইরে গিয়ে দেশের হয়ে কথা বলছে, তখন তিনি বাংলায় এসে অপারেশন সিঁদুরকে নিয়ে রাজনীতি করছে। বাংলায় এসে বাংলাকে অপমান করছেন।"