কসবা গণধর্ষণ কান্ডে নয়া মোড়, গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ানোর পর এবার গ্রেফতার করা হল কলেজের নিরাপত্তারক্ষী-কে। অভিযোগ, নির্যাতিত ছাত্রীকে গার্ডরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, এবং সাহায্যের আবেদন সত্ত্বেও নিরাপত্তারক্ষী কোনও পদক্ষেপ নেয়নি।
সূত্রের খবর, গত বুধবার কসবার ল কলেজ ক্যাম্পাসে সন্ধ্যা ৭:৩০ থেকে ১০:৫০-র মধ্যে ঘটে যায় নৃশংস ঘটনা। কলেজেরই এক ছাত্রীকে গার্ডরুমে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। অভিযুক্তদের মধ্যে একজন কলেজের প্রাক্তন ছাত্র, আর বাকি ২ জন বর্তমান পড়ুয়া। নির্যাতিতার FIR দায়ের পর শুক্রবার মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আর তাদের জিজ্ঞাসাবাদের পর শনিবার কলেজের নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় তারই ডিউটি ছিল ক্যাম্পাসের ভিতরে। নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, ঘটনার সময় সাহায্য চাইলে গার্ড তা অস্বীকার করে। আর তাই নিরাপত্তা রক্ষীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পাশপাশি, তিনিও এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত কিনা সেই নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে। ধৃত নিরাপত্তারক্ষীকে শনিবার আদালতে পেশ করা হবে।
এখনও পর্যন্ত পুলিশ কলেজ ক্যাম্পাসের তিনটি সিসিটিভি ফুটেজ একত্রিত করে খতিয়ে দেখছেন। একটি ইন্টিগ্রেটেড সিসিটিভি, দ্বিতীয়টি অভ্যন্তরীণ ক্যাম্পাসের ফুটেজ এবং অপরটি পিছনের গার্ডরুম সংলগ্ন সিসিটিভি, যেখান থেকে স্পষ্ট বোঝা যাবে ঘটনার গতিপ্রকৃতি।
এই নিয়ে কসবা ল কলেজ গণধর্ষণ মামলায় গ্রেফতার হল ৪ জন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে, যেখানে ছাত্রছাত্রীরা নিরাপদ থাকার প্রত্যাশা করেন, সেখানে নিরাপত্তারক্ষীর ভূমিকাই যদি সন্দেহজনক হয়ে ওঠে, তাহলে সেই নিরাপত্তাই চূড়ান্ত প্রশ্নের মুখে পড়ে।