দ্বিতীয় টেস্টে একাধিক পরিবর্তন, টস হেরেও ব্যাটিং ভারতের
নিজস্ব প্রতিনিধি, এজবাস্টন - আশঙ্কাই সত্যি হল। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দল পরিবর্তন করেছে ভারতীয় শিবির। দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা। ভারতীয় পেসারের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। বুমরার পরিবর্তে দলে এসেছেন আকাশদীপ। এছাড়াও সাই সুদর্শনের পরিবর্ত হিসেবে এসেছেন নীতিশ কুমার রেড্ডি। টসে জিতে দ্বিতীয় টেস্টেও বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
অপরদিকে প্রপার স্পিনার নয় স্পিনিং অলরাউন্ডারের দিকেই জোর দিয়েছে গৌতম গম্ভীর। জাদেজার সঙ্গী হিসেবেই এসেছেন সুন্দর। প্রথম টেস্টে টেইল এন্ডারদের ব্যাটে রান পায়নি ভারত। তাই বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। শার্দুলকে ভরসা করলেও প্রথম ম্যাচে ব্যাটে রান পাননি তিনি। ব্যাটিংয়ে জোর বাড়ানোর জন্যই এসেছেন সুন্দর ও নীতিশ। অপরদিকে বাড়তি স্পিনার না খেলানোর সাজাও ভুগেছে শুভমন গিলদের দল। তাই স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকেই প্রথম একাদশে রেখেছে ভারত। বাধ্যতামূলক পরিবর্তনের পাশাপাশি পাকাপাকিভাবেই কোমর বেঁধে নামে ভারত।
ভারতের প্রথম একাদশ - যশস্বী জশওয়াল, কেএল রাহুল,করুন নায়ার, শুভমন গিল(অধিনায়ক), ঋষভ পন্থ(উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
ইংল্যান্ড প্রথম একাদশ - জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস(অধিনায়ক), জেমি স্মিথ(উইকেটরক্ষকক), ক্রিস ওকস ,ব্রাইডন কার্স, জস টাং, শোয়েব বশির।