অসমে নাগরিকদের ভয় দেখানোর অভিযোগে বিজেপির বিরুদ্ধে মুখ খুললেন মমতা
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অসমে নাগরিকদের ‘ভয় দেখানো’ এবং ভাষা ভিত্তিক বৈষম্যের অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও।
সূত্রের খবর, সম্প্রতি ভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় বাংলার শ্রমিকদের আটক করা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে পথে নেমে প্রতিবাদ কর্মসূচিও পালন করেছেন। আর এবার অসমে বাংলা ভাষায় কথা বলায় তাদের ভয় দেখানোর ঘটনায় সরব হলেন মূখ্যমন্ত্রী। সমাজ মাধ্যমে অসমের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, "অসমে নাগরিকদের ভয় দেখানো হচ্ছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক ও অসাংবিধানিক আচরণ। ভাষা, পরিচয় ও গণতান্ত্রিক অধিকারের জন্য যাঁরা লড়ছেন, তাঁদের পাশে আছি।"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "বাংলা দেশের মধ্যে দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা। অসমেও বাংলা দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা। সাধারণ মানুষ সব ভাষাকে সম্মান করেন এবং শান্তিতে থাকতে চান। বিজেপির বৈষম্যমূলক নীতি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। অসমের মানুষই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।" মমতার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাবে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেন, " প্রিয় দিদি, আমরা নিজেদের মানুষের বিরুদ্ধে লড়ছি না। লড়ছি বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে, যা বিপজ্জনকভাবে জনবিন্যাস বদলে দিচ্ছে।" হেমন্তের দাবি, " অসমে অনেক জেলায় হিন্দুরা এখন সংখ্যালঘু হয়ে পড়ছেন। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। এটা আমাদের সংস্কৃতি, ভূমি ও আত্মপরিচয় রক্ষার লড়াই।"