কলেজ ছাত্রী গণধর্ষণ কান্ডে মূল অভিযুক্তের তৃণমূল যোগ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা- ল-কলেজের ছাত্রীকে ক্যাম্পাসের মধ্যেই গণধর্ষণের ঘটনায় নতুন মোড়। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে শাসক দল তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ উঠেছে। ঘটনাটি ফের শিক্ষাঙ্গনের নিরাপত্তা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটে ২৫ জুন রাত ৭:৩০ থেকে ১০টার মধ্যে। কলেজেরই গার্ডরুমে ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার দুই সহযোগী—যারা বর্তমানে কলেজের ছাত্র। ঘটনার পরদিনই কসবা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এরপরেই পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে। আজ অভিযুক্তদের আলিপুর আদালতের পেশ করা হয়। এরপর দুই পক্ষের সওয়াল জবাবে আদালত অভিযুক্তদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কেবল কলেজের প্রাক্তনীই নন, আলিপুর আদালতে প্র্যাকটিস করেন। শুধু তাই নয়, প্রকাশ্যে এসছে মূল অভিযুক্তের শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার যোগ। তিনি নিজেকে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের নানা কর্মসূচিতে অংশ নেওয়ার ছবিও রয়েছে। এছাড়াও, মূল অভিযুক্ত কলেজের গভর্নিং বডির সুপারিশে দায়িত্বেও ছিলেন।
তৃণমূল ছাত্র পরিষদ যদিও এখন মনোজিতের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, তবে কলেজের ছাত্রছাত্রীদের বড় অংশই তাকে শাসকদলের ঘনিষ্ঠ বলেই চেনে। এই ন্যক্কারজনক ঘটনায় রাজনৈতিক প্রভাব ও শিক্ষাঙ্গনের নিরাপত্তা দুই নিয়েই প্রশ্ন উঠেছে।
কলেজের ভাইস প্রেসিডেন্ট অবশ্য জানিয়েছেন, এই ধরনের ঘটনার কোনও খবর তার কাছে নেই। ঘটনার দুদিন পরে তিনি কলেজে এস উপস্থিত হন। মূল অভিযুক্তের কলেজের প্রশাসনিক দায়িত্ব নিয়ে তিনিই বিস্তারিত জানান।