২০২৬ কে লক্ষ্য রেখে প্রস্তুত বামেরা, ব্রিগেডে চার গণসংগঠনের শক্তিপ্রদর্শন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ২০২৬ নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বামেরা। রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাম সংগঠনের পক্ষ থেকে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে। যেখানে শ্রমিক, কৃষক, বস্তিবাসী ও খেটে খাওয়া মজুরের প্রতিনিধিত্বকারী চারটি বামপন্থী সংগঠন একত্রিত হয়ে বাম আন্দোলনের এক নতুন দিক উন্মোচন করবে।
সূত্রের খবর, রবিবার বাম সংগঠনের পক্ষ থেকে ডাকা ব্রিগেড সমাবেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে যোগ দিয়েছেন। শহরের মধ্যে মৌলালী, শিয়ালদহ, হাওড়া, পার্ক সার্কাস থেকে কেন্দ্রীয় মিছিল বের হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অংশ নেওয়ার জন্য। ব্রিগেডে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, মিছিলের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, রয়েছেন উচ্চপদস্থ কর্মচারীরাও।
প্রখর গরমের কথা মাথায় রেখে বেলা তিনটে থেকে শুরু হতে চলেছে ব্রিগেড সমাবেশের সভা। মঞ্চে বক্তাদের মধ্যে থাকবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কৃষক নেতা অমল হালদার, খেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার ও বন্যা টুডু, বস্তি উন্নয়ন কর্মী সুখরঞ্জন দে ও সিটুর অনাদি সাহু সহ অন্যান্য নেতৃবৃন্দ। তবে এই বারের সমাবেশে বক্তাদের মধ্যে থাকছেন না বামেদের প্রচারের অন্যতম মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়।
এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে, মেহনতি মানুষদের সংগঠিত করার, যাঁদের কণ্ঠস্বর মূল ধারার রাজনীতিতে প্রায়শই উপেক্ষিত হয়। শুরু থেকেই সভার প্রস্তুতি এবং আয়োজন ছিল অত্যন্ত পেশাদার—আলিমুদ্দিনের নেতৃত্বে ডিজিটাল প্রচার ও লাইভ সম্প্রচারের জন্য ব্যবহৃত হয়েছে আটটি ক্যামেরা ও একটি ড্রোন। মাঠে কাজ করেছে সিপিআইএম-এর নিজস্ব ডিজিটাল টিমের ৩০ জন সদস্য।