ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ প্রস্তাবের মুখে খামেনেরই কড়া জবাব
নিজস্ব প্রতিনিধি, ইরান - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর আহ্বান জানালেন, তখন তার মুখের উপর জবাব দিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। আর এই নিয়ে ফের একবার উত্তপ্ত আন্তর্জাতিক মহল।
সূত্রের খবর, আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে ইরানের নেতৃত্বকে আত্মসমর্পণ করার কথা ঘোষণা করে। আর তারই পাল্টা জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনে বলেন, " ইরান ভয়ে মাথা নিচু করতে শেখেনি। আমাদের ইতিহাস কারও সামনে আত্মসমর্পণ শেখায় না।" আমেরিকাকে হুশিয়ারি দিয়ে খামেনিই বলেন, " আমেরিকা যদি ইসরায়েলকে সমর্থন করে সরাসরি সামরিক হস্তক্ষেপ করে, তাহলে ট্রাম্পকে অপূরণীয় ক্ষতির মুখোমুখি হতে হবে।"
ইসরায়েল দাবি করেছে আজ তারা ইরানের ৪০টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সেন্ট্রিফিউজ উৎপাদন ও অস্ত্রভান্ডার। পাল্টা জবাবে, ইরান ইসরায়েলের দিকে ড্রোন হামলা চালিয়েছে। উভয়পক্ষের এই পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে।
অপরদিকে, ট্রাম্প দাবি করেছেন, ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের অনুরোধ করেছিলেন। কিন্তু ইরানের পক্ষ থেকে এই দাবি সরাসরি অস্বীকার করা হয়েছে। ইরানি মিশনের তরফে জানানো হয়েছে, "কোনও ইরানি কর্মকর্তা হোয়াইট হাউসের দরজায় বসে থাকতে বলেননি। ট্রাম্পের এই দাবি ভুয়ো ও অপমানজনক।"
এই ঘটনায় স্পষ্ট, ইরান আত্মসমর্পণের পথে হাঁটছে না, বরং আরও আক্রমণাত্মক প্রতিরোধে প্রস্তুত। ট্রাম্প ও আমেরিকার হস্তক্ষেপের হুমকিকে ইরান যেভাবে প্রত্যাখ্যান করেছে, তা মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।