“কাশ্মীর আমার হৃদয়ে”- ওমর আবদুল্লার পাশে দাঁড়িয়ে পর্যটকদের আহ্বান মমতার
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নবান্নে দেখা করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও হামলার পর পর্যটকদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক কাটিয়ে কাশ্মীরে পর্যটন ফের চাঙা করতে উদ্যোগী দুই মুখ্যমন্ত্রীই।
সূত্রের খবর, কাশ্মীর মানুষের ভ্রমণের পছন্দের তালিকার সবচেয়ে সর্বস্তরের স্থান দখল করে আছে। কিন্তু এপ্রিল মাসের পাহেলগাঁও হামলার পর সাধারণ মানুষের মধ্যে কাশ্মীর নিয়ে ভয়ের সঞ্চার হয়েছে। আর এই বিষয়ে বৃহস্পতিবার কলকাতার নবান্নে এক গুরুত্বপূর্ণ সাক্ষাতে মুখোমুখি হন দুই মুখ্যমন্ত্রী। জম্মু-কাশ্মীরের পর্যটন শিল্পে বাঙালি পর্যটকদের অবদান উল্লেখ করে ওমর আবদুল্লা বলেন, "বাংলা থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক কাশ্মীরে যান। আমরা চাই, এই সংখ্যা আরও বাড়ুক।"
এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে পর্যটকদের মধ্যে ভয় তৈরি হয়েছে—সেই আতঙ্ক কাটাতেই এদিন বার্তা দিলেন ওমর। বললেন, "ভয় পাবেন না, কাশ্মীরে আসুন। পর্যটকদের জন্য সবরকম নিরাপত্তার ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় সরকারকে আমরা অনুরোধ করব, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে।"
ওমর আবদুল্লার কথার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " কাশ্মীর আমার হৃদয়ে আছে। খুবই পছন্দের একটি জায়গা আমার। পুজোর পর ভাবনা আছে কাশ্মীর যাওয়ার। ভয়ের কিছু নেই, ওনারা সবটাই দেখবেন। সঙ্গে ভারত সরকারকেও লক্ষ্য দিতে হবে নিরাপত্তার বিষয়ে। সমস্ত জায়গা থেকেই মানুষের কাশ্মীর যাওয়া উচিত।"