চিকিৎসককে বদলির হুমকি কাঞ্চনের , কালো ব্যাজ পরে প্রতিবাদ চিকিৎসা মহলের
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের সরকারি হাসপাতালে তৃণমূল বিধায়কের দাদাগিরি ঘিরে নতুন বিতর্ক। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে সরকারি চিকিৎসককে হুমকি দেয়ার অভিযোগে ফেটে পড়েন চিকিসক মহল। কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন আজ চিকিৎসক ও নার্সরা কালো ব্যাজ পরে ডিউটি করেছেন।
সূত্রের খবর , গতকাল উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তার আত্মীয়ের চিকিৎসার জন্য কলকতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে যান। সেখানে চিকিৎসকের ঘরের বাইরে ভিড় দেখে ক্ষুব্ধ হন বিধায়ক। অভিযোগ, মেজাজ হারিয়ে তিনি চিকিৎসকের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এমনকি, চিকিৎসককে বদলির হুমকিও দেন বিধায়ক। ইতিমধ্যেই এই বিষয়ে জেলা স্বাস্থ্য দফতরে অভিযোগ জানানো হয়েছে।
আর এই ঘটনার প্রতিবাদে আজ হাসপাতালে চিকিৎসক , নার্স সহ স্বাস্থ্যকর্মীরা কালো ব্যাজ পরে কর্মস্থলে হাজির হন। পাশপাশি, চিকিৎসকদের যৌথ সংগঠন " জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স " একটি বিবৃতিতে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয় ," এই ধরনের অসভ্য , অভদ্র, ও ক্ষমতালোভী নেতাদের মুখের ওপর প্রতিবাদ না করলে এরা মাথাচাড়া দিয়ে উঠবে। সাধারণ মানুষ যারা প্রতিবাদ করেছেন তাদের ধন্যবাদ। "
এই ঘটনায় যদিও পুলিশের পক্ষ থেকে এখনও কোনো FIR দায়ের করা হয়নি। তবে কলকাতা পুলিশের লালবাজার থেকে নির্দেশ পেয়ে মেডিক্যাল কলেজ থানার পুলিশ আধিকারিকেরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।