image

বিদেশ / 19 June, 2025

গাজায় ইসরায়েলের এয়ারস্ট্রাইক, নিহত ৮১

নিজস্ব প্রতিনিধি, ইরান - মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যকার সংঘাত সপ্তম দিনে পৌঁছেছে, পরিস্থিতি আরও উত্তপ্ত। গাজায় ইজরায়েলের এয়ারস্ট্রাইক, পাল্টা ইরানের মিসাইল হামলা — দু’দেশের মধ্যে গুলি-বিনিময় এবং ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কেঁপে উঠছে গোটা অঞ্চল।

 

সূত্রের খবর, সম্মুখ সমরে উত্তপ্ত পরিস্থিতি ইরান ইসরায়েলের। দক্ষিণ গাজার খান ইউনিসে ইজরায়েলি বিমান হামলায় মৃত্যু হয়েছে ২২ জনের, যার মধ্যে ২ জন শিশু। আহত ৯০ জনেরও বেশি। হামলার লক্ষ্য ছিল হামাস এবং ইসলামিক ঘাঁটি, দাবি ইজরায়েলের। পাল্টা জবাবে ইরান ‘সেজ্জিল’ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে তেল আভিভ ও জেরুজালেমে হামলা চালায়। 

 

ইসরায়েল ইরানের ১০০টিরও বেশি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। যার মধ্যে রয়েছে: আরাকের ভারী জলের পারমাণবিক চুল্লি, নাতাঞ্জের পারমাণবিক গবেষণা কেন্দ্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, "ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করাই আমাদের লক্ষ্য।"

 

বিগত ২ দিন ধরে নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, " “আমি ইরানে হামলা করতেও পারি, আবার নাও করতে পারি। পরের সপ্তাহ অনেক বড় হতে চলেছে।" ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া তিনি কোনও বিকল্প দেখছেন না। ইরান ও ইজরায়েল উভয়েই পরমাণু অস্ত্র সক্ষম দেশ হওয়ায় সংঘাতের গতি উদ্বেগজনক।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved.