ঘুরতে গিয়ে দেদার চুরি করার অভিযোগ ভারতীয়দের বিরুদ্ধে, সতর্ক মার্কিন দূতাবাসে
নিজস্ব প্রতিনিধি , মার্কিন যুক্তরাষ্ট্র - বিদেশে গিয়ে অপরাধ করলে শুধু জেল নয় বাতিল হতে পারে ভিসাও। সম্প্রতি এক ভারতীয় মহিলার বিরুদ্ধে আমেরিকায় চুরির অভিযোগ ওঠার পর ভিসা সংক্রান্ত বিষয়ে কড়া সতর্কবার্তা দিল নয়াদিল্লির মার্কিন দূতাবাস।
সূত্রের খবর, সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ভারতীয় মহিলা আমেরিকার একটি দোকান থেকে প্রায় ১৩০০ ডলারের জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়েন।দোকানের কর্মীরা পুলিশে খবর দেন। পরে মহিলাটি ক্ষতিপূরণ দেওয়ার কথা বললেও, পুরো ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়।
এই ঘটনার পরেই নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস একটি বিবৃতি প্রকাশ করে বিদেশি নাগরিকদের সতর্ক করেছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, চুরি, প্রতারণা বা অন্য কোনও অপরাধের ক্ষেত্রে শুধু আইনি জটিলতা নয়, অভিযুক্ত ব্যক্তির ভিসাও বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে তার আমেরিকা সফরের সম্ভাবনাও শেষ হয়ে যেতে পারে।
মার্কিন দূতাবাস বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়ে দেন, "আমেরিকার মাটিতে আইন অমান্য করলে তার ফল ভয়াবহ হতে পারে। আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে, শুধু জরিমানা বা জেল নয়, ভিসাও বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে আমেরিকায় প্রবেশের অনুমতিও পাওয়া যাবে না।"