image

ঐতিহাসিক লর্ডসে পাঁচ বিরল নজিরের হাতছানি ভারতীয় অধিনায়কের

নিজস্ব প্রতিনিধি, লর্ডস - ব্রিটিশদের বিরুদ্ধে দুই টেস্টেই কথা বলেছে ব্যাট। দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেছেন ভারতীয় অধিনায়ক। এই কীর্তির পরেই নজিরের বন্যা বইয়ে দিয়েছেন শুভমন গিল। বৃহস্পতিবার থেকে ঐতিহাসিক লর্ডসে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট ম্যাচ। এই টেস্টে পাঁচটি বিরল নজিরের সম্মুখীন ভারতীয় অধিনায়ক। 

বিরল নজিরের সন্ধিক্ষণে গিল - 

১. অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে সর্বাধিক রানের নজির গড়তে পারেন শুভমন। ভেঙে দিতে পারেন স্যার ডন ব্র্যাডম্যানের কীর্তি। ১৯৩৬-৩৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসেবেই করেছিলেন ৮১০ রান। ইতিমধ্যেই চলতি টেস্ট সিরিজে ৫৮৫ করে ফেলেছেন গিল। আর ২২৫ রান করতে পারলেই ব্র্যাডম্যানকে পিছনে ফেলবেন শুভমন। চলতি প্রদর্শনের জেরেই ভারতীয় অধিনায়কের কাছে এমন আশা করছে ক্রিকেটদুনিয়া। 

২. ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে সর্বাধিক রানের কীর্তি গড়তে পারেন গিল। বর্তমানে এই নজিরের মালিক তারই সতীর্থ যশস্বী জসওয়াল। গত বছর ভারতের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে ৭১২ রান করেন তিনি। আর ১২৮ রান করলেই যশস্বীকে ছাপিয়ে যাবেন ভারতীয় অধিনায়ক। 

৩. অধিনায়ক হিসেবে দ্রুততম ১০০০ রান করতে পারেন শুভমন। এই নজিরও রয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের দখলে। ১১ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন তিনি। বাকি তিনটি টেস্টের ৬ ইনিংসে আর ৪১৫ রান করতে পারলেই শীর্ষে অন্তর্ভক্ত হবে তার নাম। 

৪. এক সিরিজে সর্বাধিক শতরানের মালিক হতে পারেন শুভমন। ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পাঁচটা শতরান করেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ক্লাইভ ওয়ালকট। ইতিমধ্যেই প্রথম দুই টেস্টে একটি দ্বিশতরান ও দুটি শতরান করেছেন। আর তিনটি শতরান করলেই এই নজিরের মালিক হবেন ভারতীয় অধিনায়ক। 

৫. ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ জিততে পারেন শুভমন। এর আগে ১৯৭১,১৯৮৬,২০০৭ সালে তিন ম্যাচের টেস্ট সিরিজ জেতে  ভারত। পাঁচ টেস্ট শুরুর পর আর জিততে পারেনি তারা। এবার সেই সুযোগ রয়েছে গিলের কাছে। লর্ডসে টেস্ট জিততে পারলেই এই নজির গড়ার লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাবেন তিনি।   


 

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved.